কবিগুরুর ১৬০তম জম্মজয়ন্তী উপলক্ষে পাড়ায় একটি সান্ধ্যঅনুষ্ঠান এর আয়োজন হয়েছিল। সেখানে পাড়ায় এক খুঁদে আবৃতি পাঠা করতে দেখে সকলের বেশ হাসি মজাক আনন্দ উপভোগ করেছি।
আজ তাকে নিয়েই কবি কবিগুরুর ১৬০তম জম্মজয়ন্তীর শ্রদ্ধা জ্ঞাপন....
ক্যাপশন এ পড়ুন...
কবিতা,, পাড়ায় ফাংশনে সৌম্যদ্বীপ....-
তোমার সম্মুখ দুয়ারে,, আজও-
অপেক্ষার ঝুলিটা আমি সযত্নে আগলে খেয়েছি -
তোমার অস্ফুট কণ্ঠ ভেদ করে, না বলা শেষ কথাটার অর্থ-
আজও আমি একাকী হাতড়ে বেড়াই!
এই মায়ার পৃথিবীতে, “ভালো থেকো" কথাটা বেশ গভীর! আমি আজও
বুঝে উঠতে পারিনি, সেই শব্দের কি ভীষণ গভীরতা!
সেকি নতুন জীবন গড়ার আশীর্বাদ, বিদায়, না কি এক বুক ব্যর্থতা।
চলে যাওয়া মানেই কিন্তু, সব শেষ হয়ে যাওয়া নয়!
বরং, বুকের ভেতর আগলে রেখে যাওয়া একআকাশ সম মায়া।
দু-চোখের দৃষ্টি বন্ধনীতে রেখে যাওয়া এক অস্থির নীরবতা,
যেটা প্রতিনিয়ত আমাকে একটু একটু আবারও তোমার অভিমুখে ঠেলে দেয়।
নাহঃ, তোমাকে হয়তো ভুলে ওঠা হয়নি! শুধু জেনে গেছি সব ভালোবাসা,
সরলরেখার মতন একমুখী সহজ সরল হয়না।-
মাথায় ঝাঁকা, সূর্য আঁকা,,
হাঁক দিয়া কে যায়?
কি আছে তোর মন্ডা মিঠাই,, একটু-
আয়"না এদিকে ভাই।
আমায় ডাকছো কেন, তোমার-
বুক কি আঁধার কালো?
দেখো,, হরেক রকম আলো এনেছি-
মনের ঘর জ্বালো।
লাল নীল আর সবুজ কালো-
সবই মন্দ ভালো,,
সুখ দুঃখের এই রঙের খেলায়
জীবন সামলে চলো।
সুখ গুলোকে আগলে বুকে
দুঃখ গুলো ভোলো-
হটাৎ বুকে লাগলে গ্রহণ,, ভেবেনা-
সূর্য অস্ত গেলো!!-
নীরব দেশের এক নীলকন্যা সেই
নীল পাহাড়ীর বাঁকে,,
বুকে তুলে উত্তাল ঢেউ,, সুনামি সমদ্রু তটে-
বরফ চাঁদর খুবলে দেখি উষ্ণ প্রস্রবণ ডাকে!
মেঘের গর্জন, গুমোট গরম,, বৃষ্টির পূর্বাভাস-
বিদ্যুৎ চাহুনী, গরম বাতাস,,দিন শেষে
শুধুই হাঁসফাঁস...
মেঘের বাড়ি রাত্রি ডেকে নির্জলা উপবাস!
তবে কি উপত্যকা জুড়ে খরাই বারোমাস!!-
পৃথিবী ডুবে যায় কোন আঁধারের কোলে-
দিকে দিকে সূর্য দেখি,, পশ্চিমে যায় ঢলে।
আলো অবছায়ায় ঢেকে গেছে শিক্ষার চোঁখ!
শাসকের চুপকথা,, মুখে তবু অগ্রগতির শ্লোক।
শিক্ষা'কে বহন করে, বেকারের পেট জ্বলে,,
ভুলে গিয়ে সব নীতিকথা, কারচুপি দলে দলে।
ভিক্ষাকে অস্ত্র করে, উন্নতির মানদণ্ড গড়ে-
বোকা বানরের দল, তাও ভিক্ষার থলি ভরে।
চায় না শোষণ, চায়'না অনুদান, বিনোদন-
নিজের যোগ্যতায় পেতে চায়, শুধু শিক্ষার শ্রম।
ভোট এলে দলে দলে, চলে প্রচুশ্রুতির ধুম-
রাজনীতির কালঘামে, বেকারের ছুটে যায় ঘুম!
কোথাও আলো নেই, মেরুদণ্ডে লেগেছে বুঝি ঘুন-
অসহায় ক্রন্দন, হাহাকার,, সমাজ হচ্ছে এবার খুন।-
নিশ্চুপ অপেক্ষা,, নেমে আসুক
এক পশলা স্বস্তির বারি-, উষ্ণতা গুনে গুনে
ঘন আষারে মেঘ জমুক এই বুকে।
শুস্ক ঠোঁঠ, ভিজে যাক রাতের আদ্রতায়।
হিম শীতলতায় ডুবে যাক নিদ্রা শোক...
-
সন্ত্রাসের আরেক নাম কি ধর্মের জেহাদ-
না কি ধর্মের বুকেই জম্ম নেয় এই সন্ত্রাসবাদ!
প্রশ্ন জাগে,, ধর্মকে করে হাতিয়ার,, কেন এই অত্যাচার,
কেন চলে অতিশয় অধর্মের কাজ!
কেন ধর্মের নামে চারিদিকে এই অপবাদ?
ধর্মের নামে চলে দিকে দিকে সাম্রাজ্যবাদ!
ধর্মভীরু প্রাণ, মুখবুজে সয়ে চলে এই অপনাম!
শিক্ষার অভাব,, অভুক্ত পেটে নেই দু মুঠো ভাত!
আতঙ্ক গ্রাস করে এক একটা শৈশব-
কালে কালে পৃথিবীর বুকে জন্ম নেয় আতঙ্কবাদ!
আমার দেখেছি অসহায় ক্রুসবিদ্ধ যীশু,
ধর্মকে পিছু ফেলে জয়ী হয় রোমান সাম্রাজ্যবাদ!
কুরুক্ষেত্রের নিদারুন ভাইয়ে ভাইয়ে হানাহানি।
কলিঙ্গ যুদ্ধে,, লক্ষ লক্ষ অসহায় প্রজার প্রানহানি!
তাকেই কি আমরা ধর্ম মানি?
মধ্যপ্রাচ্যে, শিশুর প্রাণ কেড়ে নেয় বারুদের গন্ধ!
ইউরোপ জুড়ে হত্যালীলা,, মনুষ্য নিধনের সেকি
লঙ্কাকান্ড! এরই মাঝে কত প্রেমিকার ঘুম কেড়ে নিলো
সদ্য এই পেহেলগাঁও কান্ড!
প্রশ্ন জাগে কেন এই সন্ত্রাসবাদ!
নাকি কি ধর্মের জেহাদ? নাকি ধর্মের নামে চলে
শুধুই সাম্রাজ্যবাদ!!-
মুক্তি নেই-
...........................................................
মুক্তির পথ নেই,, এই ক্লান্ত পৃথিবীর বুকে বাজে শুধু
ধ্বংসের হাতছানি! দিকে দিকে,
বাতাসে বাতাসে ভাসে পোড়া বারুদের গন্ধ!
মিতৃকা বুকে, অসহায় ক্রন্দন ধ্বনি,, রক্ত পিপাসু বেয়োনেটের হুঙ্কার।
ক্ষমতার লড়ায়, অহেতুক অবাধ সম্রাজ্যবাদের রক্তচক্ষু!
দেখেছো কি কেউ সম্রাজ্যের পতন! কি ভয়ানক!
লক্ষ বছর আগে, ছিল নাকি ডাইনোসর-
একে একে নিজেকেই ছিঁড়ে খায়, কি ভীষণ পেটের জ্বালায়।
ইতিহাস বলছে,, পতন নাকি অনিবার্য,, সব শেষে
থাকবে পরে শুধু ধুধু মরুপ্রান্ত,
তার কি উদ্বেলিত বজ্রধ্বনি আকাশের বুকে আঘাত হানে?
মানুষে মানুষে আজ বিস্তর এই তৃণভূমি...!
বুভুক্ষু লালয়িত জিহ্বা কেড়ে নেয় লক্ষ লক্ষ প্রাণের
বাঁচার অধিকার! অলক্ষ্যে কেউ কি আড়ি দেয়!
অন্তরীক্ষে পাড়ি দেয় যান,, মঙ্গলে আছে নাকি প্রাণ!তবে কি পৃথিবী ছাড়ার প্রস্তুতি!!-
সময় নদী বাইছে যেমন জীবন নদীর দাঁড়-
বৈঠাশূন্য জীবনতরী করছে বৈতরণী পার।
লক্ষ তারায় ঝলকানি,,তবু বন্ধ মনের দুয়ার-
একলা মাঝি থমকে দাঁড়ায়, পথ আগলে মায়ার পাহাড়।-
প্রশ্ন,, একি সন্ত্রাসবাদ, না ধর্মের জেহাদ! নাকি রাজনীতিতে মিশে যাওয়া গণত্রন্তের খুন-
আক্ষেপ,, চতুর্থ অর্থনীতির দেশ,, কে কেড়ে নিলো সদ্য প্রিয়জন হারানো প্রেমিকার ঘুম?-