26 APR 2019 AT 10:03

থমকে দাঁড়ানো জীবন দীর্ঘময়
গতিহীনতায় অচল দেহমন
অস্বাভাবিকতার জালে হৃদয়-
স্থবির, অস্বস্তিকর অসময়।
বৃদ্ধ চেতনা অক্ষম অকেজো
বিকল মন হারিয়েছে উদ্দম
নিষ্টুর সময়ের ব্যঙ্গ্য পরিহাস
আর কত অসময়ের উন্মাদিত উদ্দাম।

-