বেলা বয়ে যায় আপন সময়
ফিরে তাকায় না পিছু,
অপেক্ষারত জীবন ভাবায়
পাওয়ার আছে অনেক কিছু।
হৃদয় এখন অনেকটা সাবলম্বী
বিলম্ব সময়কে দেয় জায়গা
বিলম্বিত জীবন একার অবলম্বী
দীর্ঘতর বিনিদ্র রজনী একা জাগা।
অপেক্ষা আছে ছুটিতে
জীবন চলছে নিয়মের খুশিতে।
চলছে জীবন।-
লিখতে বসি রোজ কিছু, অভ্যাসবশত।
চারদিকে দৃষ্টি মেলে খুঁজি কবিতার রসদ,
মেঘলা আকাশ হৃদয়ে টোকা দিয়ে যায়,
লেখ কিছু আমাকে নিয়ে, আজ গ্রীষ্মে বর্ষার সাজ।
এলোমেলো হাওয়ার আশ্বাস, আজ আছি তোর পাশে।
কি লিখি কি লিখি ভাবতে বসি, বলি,মেঘ এসো মাঝেমাঝে শীতলতা নিয়ে প্রখর দাবাদহে।
বাতাস এমনভাবেই বয়ে যাও উষ্ণতার থেকে বাঁচাতে।প্রকৃতি থাকুক আপন সমতা নিয়ে।
মেঘ- বাতাস,বৃষ্টি রোদ সমানে সমানে এসো শান্তির বার্তা নিয়ে।
মেঘ,রোদ বৃষ্টি বাতাস।-
বাইরে গ্রীষ্মের প্রবল তাপমাত্রা
দু- আঁখি আজ পেয়েছে অবসর,
প্লাবিত দু গন্ডে অবাধ যাত্রা।
নিঃস্তরঙ্গ চাপা কান্না বুকের ভিতর।
ধূসর জীবন, সাদা-কালো মিশ্রণ
সকাল- সন্ধ্যা স্মৃতি রোমন্থন।
সময়ের সাথে বদলাচ্ছে কতকিছু
শেষের সে পথ ধরেছে বুঝি পিছু।
সময়ের সাথে নিতে হবে মানিয়ে
সঠিক পথ জীবন দেবে চিনিয়ে।
সঠিক পথ।-
কিছু চেনা কিছু অচেনা নিয়ে এই মনুষ্য জগৎ।
চেনারা মাঝেমধ্যেই অচেনা হয়ে যায়, আবার অচেনাকে খুব চেনা মনে হয়।চাওয়া না চাওয়ার মধ্যে ত্থাকেনা আবদ্ধ সব।আপেক্ষিক ব্যাবহারের সাথে চরিত্রগুলো বদলাতে থাকে।কিছু ভালোলাগা থেকে যায়।ভালো-মন্দের পর্যালোচনায় চায়না মন।
সবই তো পরিবর্তনশীল তাই কিছু ভালোলাগা থাকনা অন্তরে নিজের মতো করে।বাঁচার জন্য ভালোবাসা ভালোলাগার খুব প্রয়োজন।-
অফুরন্ত শব্দ ভান্ডার, তোমার ভান্ডারে
রোজ রোজ শত শব্দ ভ্রুণের জন্ম দাও,
তারা পরিণত লাভ করে, তোমার কাব্যকে অলংকৃত করে।শব্দরা সাবালক হয় তোমার হাত ধরে।
শব্দ নিয়ে অহরহ গবেষণা তোমার সাজে।
কত কাব্য গড়ে ওঠে তোমার সৃষ্ট শব্দের ব্যবহারিক গুনে।শব্দের সাথে আমার নেই বনিবনা, তারা ধরাছোঁয়ার বাইরে। তুমি সৃষ্টি করো আমি তোমার সৃষ্টি সুধা পান করে অমৃত লাভ করবো।
শব্দ ভান্ডার-
সিক্ত হৃদয়,, দগ্ধ বহির্ভাগ
উষ্ণ বাতাস খোলা অলিন্দে
অশ্রুসিক্ত নয়নে খেলে যায়।
চমকে ওঠে আত্মচেতনা।
বাস্তবে বৈশাখী তপ্ত বায়ু
মিশে যায় হৃদয়ে, বর্ষার কামনায়
দহন জ্বালায় জর্জরিত মনন
এ কোনো বৈশাখের নয় কর্ম
এ গোপন হৃদয়ের গোপন ক্ষত।
সময়-অসময়ে সক্রিয় বিনা নোটিশে।
সিক্ত হৃদয়
টুলা সরকার ২৭/০৪/২০২৩-
আজ প্রভাতটা অন্যরকম
আকাশ বাতাস মুখরিত
নববর্ষের আগমণে।
এসো বৈশাখ কাঙ্ক্ষিত নব পূরণে
নব সাজে উজ্জীবিত হও মানবিক মননে।
প্রতিটি প্রাণে আসুক উৎকর্ষিত উচ্ছ্বাস
প্রতিষ্ঠিত হোক মানব হৃদয়ে ভালোবাসা বিশ্বাস।
এসো বৈশাখ ভালোবাসার ডালি নিয়ে
জীবন চলুক সুন্দর সরল সহজ পথে এগিয়ে।
নববর্ষ ১৫/০৪/২০২৩-
সুতোয় আটকে থাকে সম্পর্কগুলো।
সুতোর নেই জোর,হ্যাঁচকা টানে কাটবে
অনিচ্ছুক সম্পর্কের ডোর।
আপ্রাণ চেষ্টা টিকিয়ে রাখার একতরফা।
জীবন মুচকি হাসে অলক্ষ্যে।
সহনশীলতার মাত্রা হারে বারেবারে।
জীবন কি দেখায়? সময়ের বিপক্ষে।
অজানা পথ ধরে হেঁটে যাওয়া,
প্রতিবার খুঁজতে সম্পর্কের মানে
সম্পর্কের মানে-
সাজিয়ে নেওয়া স্বপ্ন তরী
ভাসিয়ে দিলাম উজানে,,
তরঙ্গায়িত ঢেউয়ের মুখে
সামলে চলে এঁকেবেঁকে।
তীরের পথ অজানা দিকে
ডোবে আবার ওঠে ভেসে
স্বপ্ন বোঝাই তরণীখানি
চলছে কোন অচিন দেশে।
স্বপ্ন তরী
-
একগুচ্ছ পলাশ চাই,এক গুচ্ছ পলাশ
উর্বর কাননে প্রান্তর বিস্তৃত লাল পলাশ।
রক্তিম পলাশে অন্তহীন আনন্দিত প্রাণ
বসন্তে পলাশ,শিমূল, কোকিলের কুহুতান।
কন্টকবিহীন পলাশ অমায়িক, আঘাত ব্যাতিত।
ভোরের আলোতে উচ্ছ্বসিত, মধ্যাহ্নে সমাদৃত।
অপরাহ্নে সমান দ্যুতিময় উজ্জ্বলিত।
একগুচ্ছ পলাশে উজ্জীবিত প্রকৃতি নন্দিত।
পলাশ-