ঝরাপাতা শুধুই ঝরাপাতা নয় ।
বার্ধক্য শেষে যৌবনের আগমনী বার্তা ।
বর্ষ শেষে, নতুন বেসে রঙ্গিন সূর্যের আলো,
বলল হেসে, ভীষণ ভালো থেকো ।
শুভ বাঙালি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে ।-
আজ রাস্তায়
নেই ট্রাম লাইন ,
ধুঁকছে এ শহর ।
জ্বলে নিভছে
শেষ হচ্ছে ,
পুড়ছে তার বহর ।-
এই দীপান্বিতা কালী পূজার শুভ লগ্নে,
বেঁচে থাক পথচলা।
দ্যুতি ছড়াক প্রত্যাশার।
সকল অশুভ শক্তি অন্ধকারে মিলিয়ে যাক।
সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী।
থাকুক শুধু শুভ্র আলোর দিন রাত্রি।
সমস্ত প্রবীণদের জানাই প্রণাম, বন্ধুদের ও ছোটোদের ভালোবাসা। শ্যামা মায়ের ঐশ্বরিক আশীর্বাদ সর্বদা আপনার ও পরিবারের সাথে থাকুক। শান্তি ও সমৃদ্ধি সহ একটি আনন্দময় কালী পূজার জন্য শুভকামনা।
_অমিত চক্রবর্তী।-
সদা সত্যের হবে জয়,
'এ' যেন গোপন নাহি রয়;
মিছা যত আছে আশ্রয়-
হবে সবার পরাজয়।
মহাপার্বন এর হলো সমাপন। দশমীর এই সন্ধ্যা সাঙ্গ হলো। মা এর এবার বাড়ি ফেরার পালা। বিসর্জন মানেই বিসর্জন নয়। অপেক্ষা, আবার আসবে ফিরে। শুভ বিজয়ার মাহেন্দ্রক্ষণে মহামায়াকে প্রণাম জানিয়ে, সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আমি ও আমার পরিবারের তরফ থেকে আপনি ও আপনার পরিবার, প্রিয়জন এবং গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও ছোটদের শুভেচ্ছা। আমাদের এই
প্রাচীন রীতি গাঁথা থাকুক মনের ফ্রেমে।-
যদি পায় কখনো তৃষ্ণা,
মন করে আনচান,
কখনও হতে পারে ওষ্ঠাগত প্রাণ।
কিন্তু যদি
সাথে হাত থেকে শক্ত,
বলে ছাড়বনা
যদি থাকে শেষ বিন্দু রক্ত,
তৃষ্ণার্ত আমিও হবো জ্যান্ত।-
রঙ তবু হোক না ফিকে।
তুমি তাকালে হেথায়
রঙের বন্যা বয়।
রঙিন হয়ে উঠুক রামধনু তবে।-
ওই রংবাহারি শাড়ীর ভাঁজে লুকিয়ে তুমি থেকো,
আমি তোমায় খুঁজে নেবো।
ওই এলোমেলো চুলের ফাঁকে হারিয়ে তুমি যেও,
আমি তোমায় খুঁজে নেবো।-
ঝড় উঠেছে মন বাদারে
পাতারা সব এলোমেলো,
শান্ত দীঘির ওই পাড়েতে
খুঁজেছি তোমায়,
দেখেছি আলো।-
Which is eternal??
Pleasant Smile??
or
Miserable Cry??
We don't smile on the same joke again…
But,…
We do cry on the same problem…
Again I'm asking you,, which is eternal??-
¶by looking into
her eyes
finding youself
is another kind of
intimacy…-