শহরজুড়ে রাত কেটে যায়
ভেপার বাল্ব-র তলে-
একলা আকাশ ঘুমিয়ে পড়ে
গল্প শোনার ছলে
গুড়োর সব খুঁটিনাটি
ধুলোয় মোড়া ছাদ ,
এ শহরের সবটা মায়া
গাছের ছায়ায় থাক
তুমিও হালকা চোখ বুজে
বালিশে রেখো মাথা -
এ আঁধারের সবটাই প্রেম
যেমন গোলক ধাঁধা!!
-
Kisika dard mil sake to le udhar
Kisike baste ho tere dil... read more
কোথায় তোমায় ছেড়েছি বন্ধু
কোথায় দিয়েছি ধরা,
আপনি জানিনা কোথায় বন্ধু-
রয়েছে আমার চরা!-
ভীষণ ঘন কালো ছায়া
তাই তো আলোর মুখ খুঁজি
সবাই বোঝে,
খসে পড়ল নক্ষত্র প্রান্তরে-
ক্ষয়িত হওয়া এতই সহজ বুঝি?-
এক টুকরো বরফ কুচির মত
এক টুকরো পুরনো স্কুল বাড়ি
এক টুকরো বন্ধুত্বের খাতায়
এক টুকরো সুখের হলো আড়ি।
এক জীবনে বন্ধুত্ব ছিল
এক জীবনে আনন্দ ছিল বেশ-
এক জীবন এই ভাবেই কেটে যায়
আর একটা জীবন, স্কুল জীবনের শেষ।-
My class is running....and I am not hearing the text or sir ....but looking at the teacher .....and teacher suddenly asked me a question...from that reading...
-
লিখব তোমায় ,
"ক্ষমা করে দাও" লিখব তোমায়
মানুষ ও প্রকৃতি -
উভয়েই যুদ্ধে লিপ্ত ক্ষত-বিক্ষত ক্লান্ত সৈন্য ,
তার বিশ্রাম চাই
বিশ্রাম চাই এই পৃথিবীর
আরও একবার সুযোগ দাও পৃথিবীকে
আরও একবার শিখিয়ে দাও মানুষকে
"কেমন করে বাঁচতে হয়, কেমন করেই বা হয় বাঁচাতে ? "-
তোমার শহরে এসেছে মৌসুমী
চেনা জায়গা বন্যায় ধুয়ে গেলে
নদী আজ তোমার প্রেমের হাহাকারই
না হয় শুনি!!-
গভীর এক ঘুম ভেঙে উঠুক পাখি,
ঝড় থেমে যাক কালো নিশার মাঝে
হিংস্রতা মুক্ত কর তুমি ,
নীল আগুন ধরিয়ে দিও চারপাশে
এ আগুন কৃষ্ণের হোক বাঁশি ,
জীবন করুক সবার মধ্যে বাস
এ আগুন সহস্র জনের হাসি -
গোটা বিশ্বে আবার ফিরুক বুদ্ধ শ্বাস....
-
হঠাৎ করে মেঘ করবে ভীষণ
হঠাৎ করে পড়বে মনে স্মৃতি,
হঠাৎ করে নির্বাসনের মাঝে
চাঞ্চল্যে ভরে উঠবে ইতি .......
হঠাৎ আকাশ ডাকবে ভীষণ
ধুয়ে দেবে দুঃখের সব অতীত ,
নির্বাসনের চিহৃ পেরিয়ে আজ
আমরা সবাই এক বৃত্তের পথিক।।-