Trisita Bhar   (It'S trisita)
91 Followers · 63 Following

Can't write but love to
Joined 29 July 2018


Can't write but love to
Joined 29 July 2018
3 MAY 2019 AT 16:38

মেঘলা দিনে ঘরের কোণে
শুন্য মনে অশ্রুধারা ঝরে,
দুটি একলা হৃদয় মিলছে
কোনো দূর আকাশের তরে।।

-


23 DEC 2019 AT 20:36

Finally she realized
that she was born to be a alone walker

-


29 NOV 2019 AT 16:19

নতুন মা
ফুটন্ত জলে চা পাতা আর চিনিটা দিয়ে কেমন একটা আনমনা হলে গেলো মিনাক্ষী। এক সপ্তাহ হলো তার নতুন বিয়ে হয়েছে।সংসার বলতে সে,স্বামী আর তার শাশুড়ি।আজ আবার তাকে অফিস জয়েন করতে হবে।ওদিকে চঞ্চলেরও ডিউটি আছে, তার টিফিন করতে হবে। চারিদিকে নানা কাজ পড়ে আছে ,কিভাবে সব সামলাবে তার মাথায় আসছে না।" বৌমা, ও বৌমা, একি করছো ?" মায়ের ডাকে ঘোর কাটে তার। চায়ের জল ফুটে ফুটে কখন শেষ হয়ে গিয়েছে লক্ষ্যই করেনি মিনাক্ষী। ভয়ে সন্ত্রস্ত হয়ে মাথাটা নামিয়ে নিল সে। তাকে অবাক করে দিয়ে মা বললেন, "এত কিসের চিন্তা করছো বলতো?? তাড়াতাড়ি স্নানে যাও , আমি রান্নাঘরটা সামলে নিচ্ছিখন । বাবুর সাথে তুমিও তো আজ অফিস জয়েন করবে। না , আর দেরি করোনা তুমি এ বাড়িতে নতুন ,তোমাকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার।"
না মিনাক্ষীর নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ।এযে সাক্ষাত দেবী দর্শন ।সে কিছু বলতে পারল না। শুধু তার চোখ থেকে নীরবে দু ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পরল।।

-


14 JUL 2019 AT 21:55

অভিমানের পাহাড় জমে
আবেগরা সব দেয় উঁকি,
ব্যস্ততারা প্রহর গোনে
শৈশব কাটে আঁকিবুঁকি।।

-


28 JUN 2019 AT 9:42

And she smiled.❤
It makes me acquainted once more
the definition of beauty
Her bright eyes and rosy cheeks defeated the nature of dawn;
Please,O God! Keep her smile
Evergreen.

Happy wala birthday suchi🎂🎂

-


11 JUN 2019 AT 23:05

কি অপূর্ব মোহময় সেই দৃষ্টি
ভোরের নরম আলোর চেয়েও উজ্জ্বল,
আর সেই দুঃসাহসীক ব্যক্তিত্ব
ছোঁয়ায় নিষ্প্রভ পথ হয়ে উঠেছে সমুজ্জ্বল।।

নাম না জানা রুপনগরীর বাসিন্দা সে
রূপকথারা যার পথ বানায়;
তার সুমধুর কন্ঠে মুগ্ধ হয় মন
রানির বেসেই তাকে মানায়।।

-


10 JUN 2019 AT 21:39

"I am always for you"
Music whispered wiping tears
In my alone night..

-


5 JUN 2019 AT 14:40

হাঁটতে শিখেছি আমরা দুজনেই
কষ্টকে ফেলে রেখে একলা ঘরে,
প্রথম দিনের সেই প্রথম দেখা
তোর কি আজও মনে পড়ে???

-


3 JUN 2019 AT 20:16

I asked him,
"Yes or no?"
He smiled just slightly.

-


3 JUN 2019 AT 9:38

যতই ভাবিস আমাকে বেপরোয়া,
নেই সভ্যতা, নেই কোনো রুচি ;
অনুভূতি,অভিমানগুলোই নিতান্তই আমার
আমি আমার আমিতেই সুখ খুঁজি।।

-


Fetching Trisita Bhar Quotes