আজ খুব বৃষ্টি হোক
শহর ভাসুক প্রেমের জলে,
দুঃখ গুলো যাক ভেসে
চোখের ওই নোনা জলে।-
যদি তুমি প্রকৃতই শুনতে চাও
তাহলে নিস্তব্ধতার শব্দ ও
শুনতে পাবে-
শেষ পযর্ন্ত জীবন আমায় সুযোগ দিলো লেখার
আমার ইচ্ছে ছিল আমার জীবনের কাহিনী লিপিবদ্ধ করার আজ সেটা সম্পূর্ণ হলো। জানিনা সে কাহিনী কী শুধু ডায়েরির পাতায় থাকবে নাকি কখনও সেটা সবাই জানবে!
সেটা একমাত্র সময় বলবে।-
আলের পথে ছাতিম আঁকা আছে
সেথায় আছে আমার প্রেমের কবর।
সেথায় গেলে দেখতে পাবে আমার অজস্র প্রেমের স্মৃতি,
ঠিক যেখানে হয়েছিল আমাদের সম্পর্কের ইতি।।-
If you want to leave then leave the bad habit, leave those fake friends who doesn't deserve your friendship, leave those negative people.
-
Every morning god gives us a chance to start our life in a new way.
Every morning we should write on a new page of a book which we called 'Life'.-
ভাঙা জিনিসটাকে যতই জোড়া লাগাও তবুও দাগ কিন্তু থেকে যায়,
ঠিক তেমনি ভাঙা মনটা সময়ের সাথে সাথে কিংবা অন্য কারোর ভালোবাসায় যতই জোড়া লাগুক কিন্তু তবুও এক ভাঙা অদৃশ্য দাগ থেকে যায়, যা কোনোকালে মুছে যায় না।-
I have Maa that's why I don't need alarm.
Her voice is louder than alarm.-
হাতে হাত থেকে যাক
মনে থেকে যাক নাম
তুমি আমি না থাকলেও
থেকে যাক আমাদের ডাকনাম।-