এই তো আছি বেশ,,
তেপান্তরে হারিয়ে অস্তমিত সূর্য যেথায়
নতুন দিনের আগমনের পথে শিখিয়ে যায়
পুরানো ছাড়িয়ে নতুনে ভাসার অভ্যেস,
ঋতুচক্রের আবর্তে বসন্ত ঠিক ধরা দেয় যখন
বলে যায় সে কালো মেঘের অন্তরালে
লুকিয়ে থাকা রঙিন রামধনু ন্যয় মনটা কেমন
আর মনের অগোচরে থাকা সুক্ষ সুক্ষ স্বপ্ন গুলো??হ্যা স্বপ্ন গুলোও পুরণের আশায় পাখনা মেলছে
হারাচ্ছে নিজ নিজ সীমান্ত গগনে।
আর আমি 😊 😊 আমিও দিয়েছি আসকারা তাকে,,
চল খুঁজে ফিরি আমার আমিটাকে।।🤗
-
Tithi Datta
(Rohini)
11 Followers · 19 Following
Never Trash always flash
Joined 7 April 2019
18 FEB 2020 AT 23:02
20 APR 2019 AT 19:39
হারিয়ে যাওয়া সেই ছোট্টো বেলার দিনগুলো
অসংখ্য স্মৃতির ভিড়ে টুকরো হয়ে আছে যেগুলো
চলছি আমি নিজের স্রোতে
বাধাহীন ভাবে দূর থেকে দূরে
তবে কোথায় যেন জীবন থামতে চায়
নিতান্তই আকড়ে ধরতে চায়,,,
হয়ত শুধু উঁকি দিয়েই বলে সে সব যে "ধাপ্পা"
"ধরতে পারে না",,,, হ্যা সত্যিই হয়তো তাদের ধরার ক্ষমতা আমি চিরতরে হারিয়েছি।-
7 APR 2019 AT 20:19
জানালার ধারে বসে তাকিয়ে দেখা,🤗
সূর্যিমামার অস্ত যাওয়ার লাল আভরণ চোখে আঁকা,☺
কানে হেডফোন হাতে চায়ের কাপ,😚
ছন্দবদ্ধ জীবনে সামান্য অবসরের সাথে আলাপ।❤-
7 APR 2019 AT 20:05
অল্প সল্প সুখের মাঝে,
বারংবার নিজেকে খোঁজা নবীন সাজে,
এই কি তবে সেই সুদূরপ্রসারী জীবনের যাত্রা?
যেথায় পথ হারানো ই একমাত্র স্বত্তা।-