4 JAN 2019 AT 21:36

ভালোবাসা মানে তোর অপেক্ষা,
সুভাহ হো কিংবা শাম..
ভালোবাসা মানে কি জানি কি,
না তুম জানো না হাম....
ভালোবাসা মানে তুই অনলাইন,
আর "হাই,এসে গেছি" শোনা...
ভালোবাসা মানে pure Bonding,
কাভি জুদা না হোনা...

- Tirthankar (তীর্থ)