Tirthankar Chakraborty   (Tirthankar (তীর্থ))
43 Followers · 2 Following

Joined 20 May 2017


Joined 20 May 2017
1 AUG 2020 AT 12:23

সংগ্ৰাম যাদের জীবনমন্ত্র,
যন্ত্রণা‌য় তাদের কিসের ভয় ?
কারণ রক্ত দিয়ে তাদের কেনা মাটি,
কোনো কাগজ দিয়ে নয়....❤️💛

-


1 JUL 2020 AT 13:49

সেই মহিলামহলদের‌ও Doctor's Day এর শুভেচ্ছা, যারা যুগে যুগে কি প‍্যাড থেকে অ্যান্ড্রয়েড, সমস্ত মোবাইল ফোনেই চুমু দিয়ে বয়ফ্রেন্ডের জ্বর সারিয়ে দেয়। 🙏 🙏

-


27 JUN 2020 AT 0:33

Somewhere in between "মা, ভাত মেখে দাও" and "মা, ভাত রেখে দাও", we all grew up...
রোজ দুবেলা শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে, আর মনে হয় তোমাকে বারবার বলি,
"I Love you Maa..."

-


24 JUN 2020 AT 23:41

মনখারাপের ম‍্যাজিক মলম,
ঈশ্বর নাকি ছদ্মবেশী??
ফুটবল যদি কাব‍্যি হয়,
কাব‍্যগ্ৰন্থ লিও মেসি।

-


25 JUL 2019 AT 23:30

কিছু স্বপ্ন দুমড়ে চলে রোজ স্রোতে,
কিছু স্বপ্ন ইনফার্টাইল স্টেজেই থাকে..
কিছু স্বপ্ন হিউম্যানিটির গ্রোথে বাঁচে,
কিছু আবার পদ্ম ফোটায় পাঁকে.....

-


27 MAR 2019 AT 1:12

Somewhere Between "মা,ভাত মেখে দাও" And "মা,ভাত রেখে দাও" এর মাঝখানে We All Grew Up....

-


8 MAR 2019 AT 0:24

এ পুরুষ কেমন পুরুষ প্রত্যাখ্যানেই অ্যাসিড ছোঁড়ে..
এ পুরুষ কেমন পুরুষ শরীর খোঁজে গায়ের জোরে..
এ পুরুষ কেমন পুরুষ রেলস্টেশনেও ওড়না টানে..
এ পুরুষ কেমন পুরুষ নারী মানেই ভোগ‍্য মানে..

তাই কনসোলেশন নারী দিবস নয়...পৃথিবীটাই নারীদের সম্মানের আতুঁরঘর হয়ে উঠুক....♥

#আন্তর্জাতিক_নারী_দিবসের শুভেচ্ছা... 🙏

-


4 JAN 2019 AT 21:36

ভালোবাসা মানে তোর অপেক্ষা,
সুভাহ হো কিংবা শাম..
ভালোবাসা মানে কি জানি কি,
না তুম জানো না হাম....
ভালোবাসা মানে তুই অনলাইন,
আর "হাই,এসে গেছি" শোনা...
ভালোবাসা মানে pure Bonding,
কাভি জুদা না হোনা...

-


24 MAY 2018 AT 20:08

ইস্টবেঙ্গল নামটা, ইস্টবেঙ্গল ক্লাবটা
ভারতীয় ফুটবলের "দ‍্য এভারেস্ট"।

সেখানে মেহতাবের মতো দু একটা নুড়িপাথর,
সেই এভারেস্টের ধাক্কা দেওয়া তো দূরের কথা,
সামান্য টলাতেও পারবে না। ইতিহাস সাক্ষী।

মেহতাব হোসেন চ‍্যাপ্টার ক্লোসড ,
বাট দ‍্য রেড অ্যান্ড গোল্ড লেগ‍্যাসি উইল
কন্টিনিউ ফর ইয়ার্স আফ্টার ইয়ার্স।

-


26 OCT 2017 AT 11:16

ঘন আষাঢ়ের মতো মেঘলা যে চোখ,
কাজল ঘেঁটেছে চোখের জলে...
সে চোখে রোজ বৃষ্টি খোঁজে,
গাছ হতে চাওয়া এক পাগল ছেলে....

-


Fetching Tirthankar Chakraborty Quotes