মানুষের এখন কত তাড়া!
সম্পর্কে জড়ানোর তাড়া,
l love you বলার তাড়া, বিয়ে করার তাড়া!
এগুলোকেই তারা *ভালোবাসা* মনে করে;
এত স্থুল জিনিস নয় রে এই ভালোবাসা। কাউকে দেখে যেটা জন্মায় সেটা অনুরাগ, ভালোবাসা নয়। ভালোবাসা অনুভব করার জিনিস। তার জন্য সময় লাগে!
পাঁচ মিনিটে ম্যাগি তৈরি হয় রে ভাই, ভালোবাসা নয়।
আমার তো আবার পাঁচ মিনিটে ম্যাগিও তৈরি হয় না।😌
সেই তসলিমা নাসরিনের কথাটা মনে পড়ে গেল.......
" চারিদিকে এত পুরুষ; কই প্রেমিক তো দেখিনা।"-
When you're single, people ask about boyfriend. When you have a fiance, they ask about wedding? when you get married, they ask when will you have baby? when you already have one, they ask when is little brother or sister coming? When you get divorced, they ask why? If you move on, they ask why so quickly? People will never stop asking, if you're proud of who you are and you don't care about what people think about you, you should decide how to LIVE YOUR LIFE...!! 👍
-
আঁকা বাঁকা পথে চলছে জীবন,
আছে খানা খন্দ;
রাতের পরে যদি সূর্য উঠে
তবে অন্ধকারও নয় মন্দ।
-
এই বর্তমান রাজনীতি মানুষকে এমন ভাবে ভাবতে শেখাচ্ছে যেখানে আপনি ভালোকে ভালো ও খারাপকে খারাপ বলতেই পারবেন না। বললেই আপনি কোনও একটি দলের হয়ে কথা বলেন এমনটা দেগে দেওয়া হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে আপনি যাঁর প্রশংসা করেছেন সেই দলের সম্পূর্ণ বিরোধী,কিন্তু কোনও একটি বিষয়ে একমত। বরং এটাই মানসিকতা হওয়া উচিত ছিল যে আমি ও আপনি সাদাকে সাদা ও কালোকে কালো বলব গর্বের সঙ্গে। তবে আমি একপক্ষের ভালো দেখবো ও একপক্ষের শুধুই খারাপ তাহলে অবশ্যই আপনি পক্ষপাতদুষ্ট,এনিয়ে কোনও সংশয় নেই। আসলে মানুষ তাঁর রাজনৈতিক অধিকার আজও বুঝে উঠতে পারেননি ও সেকারণেই নেতাদের চোখে এই গোটা বিষয়টিকে দেখার ও বোঝার চেষ্টা করেন মাত্র। যা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর।
সচেতনতা ভালো কিন্তু অন্ধ প্রেম বরাবরই ধ্বংসাত্মক। এর ফলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও খারাপ হচ্ছে। এব্যাপারে আমাদের সকলেরই দায়িত্বশীল হওয়া উচিত।
-
আমি বোধ হয় একান্তই আমার।
আমার তো কোনো "তুমি" নেই,
যে যখন তখন আমার খোঁজ নেবে।
আমি কেমন আছি,জানতে চাইবে।
আমার না পাওয়া গল্পগুলো শুনবে,
আমার কপালে হাত রেখে আমার অসুখ খুঁজবে।
আমার একাকীটা একটু কষ্ট হলেও,মন্দ নয়।
সবার যদি "তুমি" টা থাকে তাহলে,কেমনে হবে?
নীল আকাশটা একা দেখতে খারাপ লাগে না,
চায়ের কাপের ধোঁয়াটা আমার সঙ্গতা ছাড়ে না।
এরা তো আমায় মানিয়ে চলে।
নিজের গল্পগুলো তাই নিজেকেই শুনিয়ে যাই।
-
আপনি থেকে তুমি হবার গল্পটা যতটা মধুময়;
তুমি থেকে তুই হবার গল্পটা আরো আরো মধুর। ❤
-
মায়ের বিদায় বেলায় মন ভারাক্রান্ত। সকলের সম্প্রীতি কামনা করি। মায়ের চরণ স্পর্শে জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক। সিঁদুর খেলা ও মিষ্টি মুখে সকলের হৃদয়ে বর্ষিত হোক মায়ের আশীষ ...শুভ বিজয়ার রক্তিম অভিনন্দন।।
-
অন্য ভালবাসা🚻
আমার মনখারাপের সঙ্গী হবি?
হবি তুই আমার স্বপ্নের জগতের রাজপুত্তুর?
রাজপুত্তুর, যে আমায় নিয়ে যাবে তেপান্তরের মাঠ-
মাঠময় যেথায় সবুজের হাতছানি,
হাতছানি দিয়ে কে যেন ডাকে আমায়!
আমায় যেন কেউ ডাকে ইশারায়---
আমি সীমন্তিনী হতে চাই,
চাই শুধু হতে তোরই আবেগ আশ্রয়;
আশ্রয়ের সেই রঙিন স্বপ্নজালে - বুনব শুধু তোরই কথার মায়া।
মায়াময় আখিঁতে যে শুধুই দেখব তোরে,
তোরেই করে নিতে পারি আমার বোধিবৃন্তমূলে।।
অন্ধকার-আবছা-আঁধার-কালোয়
কালোয় উৎসাহিত আবছা আলোয়
আলোয় আকাশ শূন্য পানে যেদিক টানে আপন মনে,
মনের খবর কেই-বা রাখে?
রাখেও যদি তখন শর্ত আনে!
আনে যখন বাহুডোরে, তখন চাইনে আমি কারো হতে।
হবো আমি তোরই জানি
জানি যখন তখন হই না কেন!
কেন জানিস? না কিছু কথা আড়ালেই থাক
থাকনা মনের খাতাতেই বন্দী
বন্দী আমি, বন্দী তুই,বন্দী আমাদের ভালোবাসা💝
~~ টিঙ্কু অধিকারী
-
A new year. A new beginning. And 366 new opportunities to create your destiny, Wishing you & ur family a very happy & prosperous new year.
#HappyNewYear2020...
-
May this Vijaya Dashami lights up for you.
The hopes of Happy times,
And dreams for a year full of smiles!
Wish you a Happy Bijoya.
-