'পৃথিবী দেখা হবার মতো গোল' গানবাঁধা ছেলে পথ ধরো চৌকো;
ভেবেছো কি, কি হালে চলছি জলে কাগজের নৌকো?-
#blackandwhite_afifa
My dangling couplets at
#afifaafun_co... read more
প্রেমত্রিভুজের বাহু/ আফিফা আফুন
গটগট করে ভালোবাসলে
বললে ফরগেট মি নট
ফিরে এসে ফিরিয়ে নেবে ফের
তোমাকে কোনো ফরগটেন নট।
সবাই কেমন ত্রিভুজপ্রেমে পড়ি!
সবাই কেমন হাতড়ে ফিরি পরের রঙের পট!-
কোন পলকে কখন যেন আড়মোড়ালো গুস্তব
বাঁচবো না বা জানটা দেবো সব ছেড়েছি অবাস্তব-
কথা না রাখা ওদের কাউকে গাল পাড়ি না মন পুড়ুক
ঝড় হবো না বৃষ্টি মানা মেঘ করেছে মেঘ করুক-
দেখেছি উড়ছে ব্যোমে মানুষের কপ্তর,
তথাপি মাটির কাছে গোরাঁতুড় দপ্তর!-
Writers, like masochists, love to have sandpapery intercourse with life. This is what actually provides for them at the spadework level.
-
কেমনতরো অন্ধ হলাম, দিচ্ছে বিধি ঝাড়ি
মন ছিঁড়েছে নাগর আমার ঘুমের সাথে আড়ি-
Women are a species that always considered
and said 'I'm getting boring'
when what they actually wanted to say was-
'I'm getting bored!'-
এই এ জোড়া পাণ্ডুর চোখ অজমকালো
ডিসকার্ডেড জুটব্যাগ আর এ চুল একই
অনামিকার আমার চেয়ে ঢেরই তীক্ষ্ণ নাক
চঞ্চলার পাশে আমায়
জীবের পাশে জড়ের মতোন লাগে।
আমি তবু হলদে চোখে
নাইতে দিতে জানি
সেই মেয়েটি অপরদিকে এই নিশিদিন
ফকফকে তার ঘাটলা মাজে
নতুন চোখের।
তার জলেতে অপর কারোর
গন্ধ মাখবে না।
চঞ্চলা তো বলবে সকল
গহ্বর থেকে আসার আগে,
ওর চলাটা রায়বাহাদুর পাবার তরে
মুখিয়ে থাকার মতো।
জ্য পল্ সাত্রের একত্বটা হয়তো বোঝো
নয়তো তোমার আহ্লাদটা ওরাই পেতো
অনামিকা, চঞ্চলা কি কাকচক্ষু সেই ললনা;
হলুদ চোখের মুখ না ঢেকে হাই তোলা সেই
খাঁটি গলদ না লুকোনো খাঁটি পাগল
এই অলখে চলে যেতো তোমায় রেখে একা।-
Poetry got never ever so crunchy as it is
when you are freshly in or out of love.-