হায় চিল
হায় চিল জীবনানন্দের
কেন তুমি বারবার ফিরে ফিরে আসো
এই ভরা দুপুরের,
খাঁ খাঁ এবুকের
বেদনা জাগাতে ভালোবাসো!
জানো যদি একদিন
চলে গেছে সুখ, সুখে রাঙা হয়ে
রাজকন্যার মত, বিদায়ী বিকেলে।
তবে কেন মিছে সুখের পরাগ মেখে
চলে এসে কেঁদে কেঁদে ফেরো
এই ফাঁকা ধূ-ধূ প্রাণে শুধু শুধু ওড়ো...
- তথাগত হালদার
22 NOV 2017 AT 19:09