লিমেরিক ৩
এসএসসি কে 'অপদার্থ' বলে দিল আদালত!
ডাবল-সেঞ্চুরি করা খেলোয়াড়, হয় নাকি অসৎ?
মেরিট লিস্ট কি হাতের মোয়া?
চাইলেই যাবে দেখতে পাওয়া!
আইন ভাঁজলে ডিএ র মত নিয়োগও করব রদ।
নিশিকান্ত নিশিত-
একক বা মুষ্টিমেয় সংগঠনের উদ্যোগে গাছ লাগানো, বাঁধ প্রস্তুত ইত্যাদি বন্ধ করে সম্মিলিত শক্তিতে রাজনৈতিক
গণ আন্দোলনের সুফল না আনলে সুন্দরবন শেষ হয়ে সব ধ্বংস হতে বাধ্য।-
ইস্তেহার ১.
বধূশ্রী
সাধারন বধু পাবে মাসে পাঁচ শ
অসাধারণ তপশিলি বঁধু দশ শ
জিতে আমি এলে দেব হাতখরচা
সিরিয়াল দেখো বসে খেতে খেতে চা
-
আশ্চর্য
কে জানে, এ লটারিটা কদ্দিন চালাবে!
কার কপালের ফের, কতখানি জ্বালাবে!
কে কখন পজিটিভ,
কে বা নয় নেগেটিভ;
পজিটিভ খালি শিশি, পাঠালে তা ল্যাবে!-
সামন্যুর জন্মদিনে
পেরিয়ে এলে দশটি পদক্ষেপ
প্রতি পায়ে বছর গুনি হাতে
জয় করে নাও সময়ের বিক্ষেপ
অনন্তকালকে জানার সাথে সাথে
একটি বিশেষ জন্মদিনের প্রাতে
রেখো না বেঁধে লক্ষ জন্মক্ষণ
প্রতিমুহূর্তে জন্মাতে জন্মাতে
জীবন জয়ী হবেই বিলক্ষণ..
তথামামা, মামীমা, সম্বিৎ
২১/০৭/২০২০
-
ভাসিয়েছিলে কাব্যে হে চাঁদ
আলোর ঝর্ণাধারায়
আঁধার আজকে নির্মম ফাঁদ
তুমি, লন্ঠন এপাড়ায়-
এখন লিমেরিক ২.
ও মা তুমি কবে যাবে বাবুর বাড়ি কাজে!
বাসি হোক বা পচা সে সব খাবার পাচ্ছি না যে!
এই দুমাসের সব সকালে
শুধু আদর গায়ে মাখালে
দিনশেষে তোর ফিরতি মজা পেটের মাঝে বাজে-
এখন লিমেরিক ১.
হাজার মাইল হেঁটে পায়ে, যতই ব্যথা হোক
আত্মনির্ভর হতেই হবে জানি গো দেশপালক
ব্যথা আমার অধিকার
তা দিচ্ছে তো সরকার
আর কত কী পেতে পারি শ্রম রেখে বন্ধক!-