Tanvir Ahmed   (বৈরাগী)
38 Followers · 27 Following

read more
Joined 25 July 2018


read more
Joined 25 July 2018
27 SEP 2024 AT 1:07

পথটা যেখানে নিচ্ছে সেখানে যাবার ছিলো না ইচ্ছে!

-


1 FEB 2022 AT 13:07

আঁধারের গায়ে জ্যোছনা মেখো
আকাশে লিখো স্বপ্ন!— % &

-


5 OCT 2020 AT 18:43

তবে কী হাজার বছর আগে, নরীর জন্মের সাথে সাথে মাটি চাপা দিতো ধর্ষণের ভয়ে?

-


30 NOV 2021 AT 22:24

কে বলে শুধু চলার পথেই পিছুডাক?
আমিতো লিখতে গিয়েও থমকে গেছি
কতবার।
ফিরে তাকিয়েছি কলমে-খাতায়,
ফেলে আসা মাঝরাস্তায়।

-


5 AUG 2021 AT 23:58

যদি কখনো হারিয়ে যাও খুব গোপনে
রােদেলা দিনেও না শুকোয় চোখ।
তবে মেঘের কাব্য হয়ে সেদিন
ছুঁয়ে দিও এই চাতকের ঠোঁট।

-


8 JUL 2021 AT 21:50

আচ্ছা, তুমি কেমন আছো?
শুনেছি স্বামী তোমার,
মস্ত বড় অফিসার,
মেয়েকে দিয়েছো ইংলিশ মিডিয়ামে।
তারপরেও খুব জানতে ইচ্ছে করে,
দোকান থেকে কিনে আনা ঘুমের ঔষধ ,
ঘুম আনতে পারে তোমার চোখে?

-


22 MAR 2021 AT 21:50

Are you there
still waiting?
Take me to heaven!

boi_ragi

-


18 MAR 2021 AT 1:15

অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক,
বুকের বাঁপাশে পাহাড় সমান ভার।
এটাই কী সমাপ্তি, শুনে আসা শেষ রাত?

-


7 MAR 2021 AT 1:27

কর্ম ধর্ম পিছনে ঠেলে
কাম কে দিস প্রাধান্য।
লোক সমাবেশে জোরগলায় বলিস
নারীর পোশাকেরই সব দোষ।
তাদের কাছে বিনম্র আবেদন,
একটা দিন, মুখোশ পরে
পালন করিস নারী দিবস।
#নারীই_শক্তি

-


6 FEB 2021 AT 23:08

জটিল হতে থাকে সম্পর্কের মানে,
পাল্টে যায় অভিমানের ভাষা
এভাবেই কিছু বিচ্ছেদ ঘটে
ভুলে যায় জমানো সম্পর্কের প্রত্যাশা।

-


Fetching Tanvir Ahmed Quotes