পথটা যেখানে নিচ্ছে সেখানে যাবার ছিলো না ইচ্ছে!
-
পিচ ঢালা রাস্তা দিয়ে
রূপার খোঁজে;
হিমুর রূপা নয়,
এই "নকল হিমুর"
রূপা... read more
তবে কী হাজার বছর আগে, নরীর জন্মের সাথে সাথে মাটি চাপা দিতো ধর্ষণের ভয়ে?
-
কে বলে শুধু চলার পথেই পিছুডাক?
আমিতো লিখতে গিয়েও থমকে গেছি
কতবার।
ফিরে তাকিয়েছি কলমে-খাতায়,
ফেলে আসা মাঝরাস্তায়।-
যদি কখনো হারিয়ে যাও খুব গোপনে
রােদেলা দিনেও না শুকোয় চোখ।
তবে মেঘের কাব্য হয়ে সেদিন
ছুঁয়ে দিও এই চাতকের ঠোঁট।-
আচ্ছা, তুমি কেমন আছো?
শুনেছি স্বামী তোমার,
মস্ত বড় অফিসার,
মেয়েকে দিয়েছো ইংলিশ মিডিয়ামে।
তারপরেও খুব জানতে ইচ্ছে করে,
দোকান থেকে কিনে আনা ঘুমের ঔষধ ,
ঘুম আনতে পারে তোমার চোখে?-
অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক,
বুকের বাঁপাশে পাহাড় সমান ভার।
এটাই কী সমাপ্তি, শুনে আসা শেষ রাত?-
কর্ম ধর্ম পিছনে ঠেলে
কাম কে দিস প্রাধান্য।
লোক সমাবেশে জোরগলায় বলিস
নারীর পোশাকেরই সব দোষ।
তাদের কাছে বিনম্র আবেদন,
একটা দিন, মুখোশ পরে
পালন করিস নারী দিবস।
#নারীই_শক্তি-
জটিল হতে থাকে সম্পর্কের মানে,
পাল্টে যায় অভিমানের ভাষা
এভাবেই কিছু বিচ্ছেদ ঘটে
ভুলে যায় জমানো সম্পর্কের প্রত্যাশা।-