Tanusree Das   (Tanusree)
70 Followers · 13 Following

Never disappoint yourself....kyo ki kab kya ho jaye kise pata....
Joined 24 January 2018


Never disappoint yourself....kyo ki kab kya ho jaye kise pata....
Joined 24 January 2018
31 JUL 2021 AT 15:55

তুমি না হয় আমায় মন্দবেসো,
আমি নিজেকেই ভালবাসব।
তুমি না হয় কথা দিও,
আমি সেই কথা রাখব।
তুমি না হয় শ্রেষ্ঠ হয়েও-
আমি সাধারণেই মানিয়ে নেবো।
তুমি বরং আমাকে দূর থেকেই দেখো-
আমি সেই চাহনিতেই মুগ্ধ হবো!

-


22 APR 2021 AT 19:28

ভালোবাসা এক বড্ড কঠিন অসুখ,
একবার ছুঁয়ে দিলে মরণেও সুখ।

-


5 JAN 2021 AT 22:53

শেষটা জেনে গেলে আর শুরুটা জানতে ইচ্ছে করে না।

-


15 NOV 2020 AT 13:40

গল্পটা ভালোবাসার ছিল,
আদৌ কি ভালোবাসা ছিল শেষপর্যন্ত!

-


2 NOV 2020 AT 1:36

Kis baat ki jaldi thi Jo chodke chale gaye
😔😭

-


2 NOV 2020 AT 0:20

সময়টা একাকীত্বের হলেও-
জীবনটা কিন্তু একাকীত্বের নয়।

-


29 DEC 2019 AT 13:58

বড্ড কঠিন নিজেকে নিজের মতো করে
ভালোবাসা,
তাই তো অন্য কারোর অধীনে তোমার
ভালো থাকা।

-


29 DEC 2019 AT 11:49

প্রতিনিয়ত ছোট ছোট আঘাতে তারাও ভগ্নাবশেষে পরিণত,
যারা ভালোবেসেছিল ভালো থাকার পরিনামে রত।

-


17 DEC 2019 AT 12:54

বিশ্বাস

বন্ধুত্ব প্রেম ভালোবাসা-
বা যে কোনো সম্পর্ক‌ই হোক না কেন!
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে-
তা সহজে জোরে না আর,
এই বিশ্বাস ভঙ্গের কষ্ট-
শরীরের হাড় ভাঙ্গার চেয়েও মারাত্মক যন্ত্রণাদায়ক,
যা মানুষকে তিলে তিলে শেষ করে- দেওয়ার জন্য যথেষ্ট।


-


1 MAY 2019 AT 18:29

আজকাল একটা লেখা খুব প্রচলিত হয়েছে যে 'অসুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধু উপন্যাসে বা কবিতায় ভালোবাসা যায়
বাস্তবে এর অস্তিত্ব প্রায় নাই'
তা আমি বলছিলাম যে যদি এতই দুঃখ তাহলে কম রোজগারের পুরুষ হয়ে অসুন্দরী নারীকেই ভালোবেসে দেখো যদি সত্যি ভালোবাসো তাহলে সেই অসুন্দরী নারীই তোমার কাছে শ্রেষ্ঠ হবে আর তোমার কম রোজগারেই সে অনেক ভালো থাকবে।😊
আর শেষে বলি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে নারী সুন্দরী হোক বা অসুন্দরী, পুরুষ বেকার হোক বা কম রোজগারের তাহলে সেটা উপন্যাস হোক বা কবিতা সব জায়গায় তার অস্তিত্ব পাওয়া যাবে।
🙏

-


Fetching Tanusree Das Quotes