তুমি না হয় আমায় মন্দবেসো,
আমি নিজেকেই ভালবাসব।
তুমি না হয় কথা দিও,
আমি সেই কথা রাখব।
তুমি না হয় শ্রেষ্ঠ হয়েও-
আমি সাধারণেই মানিয়ে নেবো।
তুমি বরং আমাকে দূর থেকেই দেখো-
আমি সেই চাহনিতেই মুগ্ধ হবো!
-
বড্ড কঠিন নিজেকে নিজের মতো করে
ভালোবাসা,
তাই তো অন্য কারোর অধীনে তোমার
ভালো থাকা।-
প্রতিনিয়ত ছোট ছোট আঘাতে তারাও ভগ্নাবশেষে পরিণত,
যারা ভালোবেসেছিল ভালো থাকার পরিনামে রত।-
বিশ্বাস
বন্ধুত্ব প্রেম ভালোবাসা-
বা যে কোনো সম্পর্কই হোক না কেন!
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে-
তা সহজে জোরে না আর,
এই বিশ্বাস ভঙ্গের কষ্ট-
শরীরের হাড় ভাঙ্গার চেয়েও মারাত্মক যন্ত্রণাদায়ক,
যা মানুষকে তিলে তিলে শেষ করে- দেওয়ার জন্য যথেষ্ট।
-
আজকাল একটা লেখা খুব প্রচলিত হয়েছে যে 'অসুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধু উপন্যাসে বা কবিতায় ভালোবাসা যায়
বাস্তবে এর অস্তিত্ব প্রায় নাই'
তা আমি বলছিলাম যে যদি এতই দুঃখ তাহলে কম রোজগারের পুরুষ হয়ে অসুন্দরী নারীকেই ভালোবেসে দেখো যদি সত্যি ভালোবাসো তাহলে সেই অসুন্দরী নারীই তোমার কাছে শ্রেষ্ঠ হবে আর তোমার কম রোজগারেই সে অনেক ভালো থাকবে।😊
আর শেষে বলি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে নারী সুন্দরী হোক বা অসুন্দরী, পুরুষ বেকার হোক বা কম রোজগারের তাহলে সেটা উপন্যাস হোক বা কবিতা সব জায়গায় তার অস্তিত্ব পাওয়া যাবে।
🙏-