আমার অক্ষমতা
-
বাংলাভাষা = ভালোবাসা
নিজের অনুভূতি ব্... read more
ডুবছি ভাসছি খেই হারাচ্ছি, অবসাদের নদী
ফিরবো আবার তোমার কাছেই আবার আসি যদি...-
বন্ধুত্ব কি দিন ক্ষন তিথি নক্ষত্র এসব মেনে হয়? বন্ধু অসময়ের সঙ্গী, সুসময়ের দাবিদার। অনেকটা গ্রীষ্মকালীন দাবদাহতে এক পশলা বৃষ্টির স্বস্তির মতো, যার কাছে রাগ করে গালি দেওয়া যায় আবার অধিকার দেখিয়ে জড়িয়ে নেওয়া যায়, অনায়াসেই নিজের সমস্তটা বলা যায়, যার সান্নিধ্যে সহানুভূতিও মায়ের বুকের ওম হয়ে যায়। আমার রোজনামচায় প্রতিদিনই সেই বন্ধুর, যে কাছে না থেকেও দৃঢ়ভাবে পাশে থেকে গেছে....
-
যেদিন থেকে সাথে আছো সেদিন হতে ভালো আছি। কোনো এক অদম্য শক্তি দিয়ে তুমি যা কিছু খারাপ সমস্ত আমার থেকে দূরে সরিয়ে রেখেছ। নিমজ্জিত করে রেখেছ এক অপার্থিব প্রেমরসে। দিন, মাসের হিসেব যত বাড়ছে ভালোবাসা তত পুঞ্জিভূত হয়ে চলেছে, জড়িয়েছ এক অদ্ভুত মায়াচাদরে, ভীষণ জেদ আর আদরে🥰❤️🥀
-
কল্পনারা হাতছানি যদি দিত আমার মনের ঘরে
আমি ভাবনাগুলোকে মুক্তি দিয়ে, সুখ কিনতাম জলের দরে...-
আদরমাখা নির্ঝুম শীতঘুম-
তাকে ঘিরে থাকা দ্বিপ্রাহরিক আলস্য
মায়াবী মুখশ্রীতে নিমজ্জিত তার দূর্জেয় রহস্য...-
রক্তাক্ত কিছু বাস্তবে জর্জরিত
দগদগে ঘা, পুরোনো গভীর ক্ষত
শুশ্রুষা আর যত্ন নিলে যত;
কার্যকারি ঠিক মলমের মতো
বাকি জন্মেও বারংবার তোমায় পেতে চাই
তুমি বিনা তোমার ন্যায় অন্য উপশম নাই
-