Tanushree Das   (তনুশ্রী🖋️)
490 Followers · 126 Following

read more
Joined 17 September 2019


read more
Joined 17 September 2019
14 JUL 2021 AT 2:44

মায়ার আঙ্গিকে জড়ানো ভালোবাসাটা শ্বাসরুদ্ধ হয়েছে কবেই,
নিয়ন আলোর গভীরতাতেও কেবল ঝাপসা স্মৃতি ভাসে!
নিষিদ্ধ বঙ্কিম অবুঝ বড়োই,
কি যে—খামখেয়ালী অজস্র কাব্য রচে।।

-


26 JUN 2021 AT 1:51

নিস্তব্ধ রাত।
ঘড়ির কাঁটা নিঃশব্দে জানান দিচ্ছে—
একটা!
দুটা!
তিনটা!
.
রাত জাগাটা নিছকই অভ্যেস কিন্তু,
বেরঙিন কোনো গল্প নয়!
সত্যিই কি তাই!?
নাকি—
কিছু গল্পের অন্ত্যমিল খোঁজাই বৃথা!
.
টিক্!টিক্!
.
বাড়ন্ত রাতের জমাট বাঁধা অন্ধকারে,
স্মৃতির পাতায় বিস্ফোরণ!?
নাকি—
আলতো স্পর্শে নতুন একটা স্বপ্ন সাজানো ভালো!

-


10 SEP 2020 AT 15:51

যদি বলি,ভবিষ্যৎ হব তোর!
এক সব হারানো বাধ্য প্রেমিকার মতো,
তবুও কি ঠায় দাঁড়িয়ে থাকবি জীর্ণ অতীতকে আঁকড়ে ধরে!?

যদি বলি,দিগন্ত রেখা ধরে হেঁটে যাবো তোর হাত ধরে!
বিলীন হয়ে যাওয়া সূর্যের শেষ আভার মতো,
তবুও কি নিজেকে,দৃষ্টিকোণের চারদেয়ালে ঘেরা বেড়াজালে নিবন্ধ রাখবি!?

যদি বলি,রক্ষা করব তোর,নিজের সর্বশ্রান্ত জুড়ে!
সীমান্তে দাঁড়িয়ে থাকা ওই বন্দুক হাতে ধরা সৈনিকের মতো!
তবুও কি সন্ত্রাসবাদী হয়ে উল্টো আমার দিকেই বন্দুক উঁচিয়ে ধরবি!?

যদি বলি,লিখে দেবো তোর জীবনের গল্পটা!
বাস্তববাদী ছন্দের আঙ্গিকে গড়া ইমনের বন্দিশের যথাযথ মেলবন্ধনে,
তবুও কি আমার জীবনের ছোট্ট উপসংহারে নিজেকে রাখতে আপত্তি জানাবি!?

যদি বলি,পাশে থাকবো তোর সবসময়!
নির্জনতা ঘেরা একাকীত্বমাখা এক শান্ত কবিতা হয়ে,
তবুও কি চিরাচরিত অবজ্ঞার সাথে ফিরিয়ে দিবি আমায়!?

-


7 SEP 2020 AT 21:46

ছলনার সূক্ষ্ম সুতোয় বোনা মায়াজালে,পুরনো সম্পর্কটা চিরতরে দগ্ধ,
তাই আমার সাদাকালো অভ্যাসে,তোর বর্তমানটা আজ ক্ষতবিক্ষত।।

-


5 SEP 2020 AT 20:24

জীবন নদে পাড়ি দেওয়া তরী বাহি আমি,
দাঁড় হয়ে পথপ্রদষ্টতা,হে শিক্ষক তুমি।
আমার পাহাড় সমান ভুলত্রুটি গুলির প্রতি,
নিমিষেই ক্ষমাশীল তুমি।

দুর্গম চড়াই যার—সেই কাঙ্ক্ষিত সাফল্যমন্ডিত চূড়ার,
ধাপ হয়ে প্রতি পদে সহজতর করো তুমি সেথা।
কখনো তীব্র হতাশা গ্রাসে ভেঙে পরি যখন!
হে শিক্ষক! বন্ধু হয়ে চরম প্রেরণাশীল তুমি তখন।।

সব আবদারের চাবিকাঠি তুমি,
স্নেহের চাদরে মুড়ে রাখো মোদের।
মানুষ গড়ার কারিগর তুমি,
সবার উপরে স্থান তোমার।
জগৎ শ্রেষ্ঠ পরামর্শদাতা তুমি,
এভাবেই পাশে থেকো মোদের।।

শিখিয়েছো তো অনেক কিছু,
কখনো বন্ধু হয়ে তো কখনো গুরুর বেশে।
'শিক্ষার আবার কোন শেষ আছে নাকি!?'
একথাও যে শিখিয়েছো তুমি।।

মোটা ফ্রেমের কাঁচের ভেতর জ্বলজ্বলে চোখ দুটি,
অতলস্পর্শী;ব্যক্ত করে যায়—না জানি কত কিছু।
শতকোটি প্রণাম জানাই তোমারে,
হে শিক্ষক, আজকের দিনটিকে রেখে স্মরণে।
শুভ শিক্ষক দিবস।।।।

-


16 JUL 2020 AT 13:10

বড়ো উদাসীন তুমি।
যায় আসে না কিছুই তোমার—
ভেবেও দেখোনা কখনো একটুখানি।
খানিক তুমি স্বার্থপরও বটে,
না! খানিক না—সম্পূর্নটা জুড়েই নিজের স্বার্থটাই বোঝো খালি।
বড়ো অহংকারী তুমি,
খানিকটা গর্বিতও বটে,
দাবি রাখো নাকি শিক্ষিত সমাজের অন্তর্ভুক্তা তুমি।
তাই হয়তো! চলতি পথে অনাহারী মা,
দুটো পয়সার জন্য বাড়ালে আঁচল!
পাশ কাটিয়ে যাও—সবই এদের 'ভন্ডামি' বলে।
আচ্ছা! তোমার তথাকথিত শিক্ষিত সমাজ বুঝি এমনই!?

ফেসবুক স্ক্রোলিং-এ পড়লে কোনো পোস্ট—অনাহারীর মৃত্যুর!
বড়ো মানবদরদী তখন তুমি—শেয়ার করতে বেজায় ব্যস্ত।
শোক প্রকাশ!
সে তো ওই আজ সোশিয়াল মিডিয়াতেই শুধু স্তব্ধ!
বাস্তবে আর সময় কোথায় তোমার—ওদের নিয়ে ভাবার বিন্দুমাত্র!
প্রোফাইল বায়োতে তো লিখেছোতো বেশ 'মানবদরদী' তুমি!
আচ্ছা! তুমি—সেই তথাকথিত শিক্ষিত সমাজ,
এভাবেই বুঝি দিয়ে থাকো মানবিকতার পরিচয় !?

-


7 JUL 2020 AT 0:17

ফেলে আসা রঙিন স্মৃতির বহর আঘাত করে যখন;
অকপটে পাথর শক্ত হৃদয়টাও,নিমেষেই ভিজে ওঠে তখন!

প্রতিশ্রুতি দিয়েছিল যারা কত রঙিন আলোর;
কাঁধে কাঁধ মিলিয়ে নাকি আস্তানা খুঁজবে নতুন স্বপ্নর!
স্বপ্নের কান্ডারিতে আস্ফালন,একফালি বৃষ্টির..!
পরিহাস যেন সবই আজ নিমিত্ত মনোবৃত্তির..!!

স্তব্ধ বালিয়াড়ির চড়া রোদে পুড়ে ছাই অশরীরী মন;
খোঁজে এক বিন্দু নিরাপদ আশ্রয়;
কারন..!
জীর্ণ জীবনটায় যে আজ বিশ্বাসঘাতকতার চরম বিপর্যয়....!!!!

-


30 JUN 2020 AT 13:54

কাছের সম্পর্কগুলো খালি দেয় হাতছানি,
যাদের থেকে যাওয়ার তারা থেকে যায় এমনি !
কেউ ব্যস্ততার দোহাই দিয়ে ফেলে যায় একাকি,
কেউবা হাজার ব্যস্ততার মাঝেও সময় দিয়ে হাঁটে পাশাপাশি।।

গল্পে তো সবাই আছে, চরিত্রের বড়ো ছড়াছড়ি,
বাস্তবে আর কজন থাকে—ওই হাতে গোনা কয়েকটা চরিত্র খালি!
একশো ত্রিশ কোটির ভিড়েও কিন্তু,
নিজ সত্তা তো সেই জনশূন্যেই খায় লুটোপুটি।।

সমস্যা কাউকে বলতে গেলে কভু ,
নেই তো কারোর সময় শোনার টুকু !
শেষে যদি হয় আত্মঘাতী,অবসাদ গ্ৰাসে কিন্তু ,
স্বার্থপরী চরিত্রেরা বলে ওঠে, 'আমায় বলে তো দেখতে পারতো একটু'।।।।

-


25 JUN 2020 AT 15:41

মন খারাপীর দাবি রাখে কেবলই চরম সত্য,
অতীতের কিছু স্মৃতির ঝলকানি,ক্ষত-বিক্ষত করে প্রতিনিয়ত।
অভিমানী আবদারগুলো করে না আর অভিযোগ,
ভালোবাসে ক্ষত নিবারণে,হয় না আর কেউ নিয়োগ।।

চিরস্থায়ী বেদনাগুলো সত্য গ্ৰহনে দেয় না আর বাধা,
একাকিই রে এখন পথ চলা,মানতে করে না আর অবহেলা।
চিরন্তনী বিরোধগুলো দেয় না আর মাথাচাড়া,
হৃদয়ের চোরা কুঠিরে যে,এখন মস্তিষ্কের কড়া পাহারা।।

-


20 JUN 2020 AT 23:38

দূরের ওই শীর্ণকায় নারকেল গাছ,
দন্ডায়মান চেয়ে আকাশ পানে।
নীরবতার বানী তাকে শোনায় বাতাস,
অতিবাহিত করে একাকীত্বর প্রহর গুনে।।

আশ্রয়িত পাখিরা সব,
নিজেদের স্বার্থটাই যে শুধু বোঝে।
নামলে সন্ধ্যা ফেরে তারা,
জীবন রসদ আহরণ করে।।

কষ্ট তো তারও হয় ভীষন,
থাকতে দাঁড়িয়ে একা ওইভাবে।
ঝিরঝিরে বাতাসে হয় দোলায়িত,
নিকষ কালো মেঘ তার মাথার উপর জমাট বাঁধে থাকে।।

হালকা বৃষ্টিতে মন ভালো হয়ে যায় তার,
সতেজতা আছে সারা শরীর জুড়ে।
বিধ্বংসী ঝড়ে ভয়ে নত শির তার,
এই বুঝি লুটিয়ে পড়ে মাটিতে সমস্ত নিয়ে....।।।

-


Fetching Tanushree Das Quotes