ভালোবাসা কাকে বলে?
বুঝেছি যে চাঁদ মুখে ,
হঠাৎ করে সে চাঁদ আমায় ,
ফেললো অসুখে!
-
মানুষের বাইরেটা কোনো মনোমুগ্ধকর
প্রাকৃতিক সৌন্দর্য নয় ,
তাই বাইরে নয় , সর্বদা চেষ্টা করা উচিৎ
ভিতরে প্রবেশ করে দেখার।-
গণতান্ত্রিক সমাজব্যবস্থায় , ভোটের পরে নেতা-মন্ত্রীদের সাথে জনগণের সম্পর্ক
তবে কি আজ শুধুই খাদ্য-খাদকের?-
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পুনর্জন্ম :
বিশেষ বিজ্ঞপ্তি :
জেলাভিত্তিক বিভিন্ন দল কিংবা সর্বভারতীয় দলে , বিভিন্ন জেলা / রাজ্য জুড়ে কথা বলা , অভিনয়ে দক্ষ ও কর্মঠ ফুল টাইম , পার্ট টাইম , সাহসী ছেলে-মেয়ে চাই।
যোগ্যতা : নিরক্ষর থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট।
বেতন : যোগ্যতা অনুযায়ী (১০ , ০০০ - ৫০ , ০০০/-)
বি : দ্র : - আনলিমিটেড উপরি ইনকাম আছে এবং উচ্চশিক্ষিত বুদ্ধিজীবীদের অগ্রাধিকার।
-
আ-মৃত্যু থাকবি আমার ,
কাটছে জীবন সে বিশ্বাসে।
জানিনা কখন বেঁধে নিলি বাসা ,
আমার গহীন নিঃশ্বাসে?-
ছিলাম তো ভালোই , হত না কোনো
হৃদপিণ্ডের ক্ষয় ,
জন্ম নিল এ কোন উভয়সংকট?
না পারি থাকতে ভালোবেসে ,
আবার ভালোবেসেও ভয়!
-
সত্যি শুনতে মানুষ চায় না ,
বরং চায় শুনতে সেটাই ,
যা তাঁদের পছন্দ।-
বুকে আজও উঁকি দিয়ে দেখি ,
আমার হৃদপিণ্ডটা তোর মত ,
আর আর্তনাদে বলে বসি ,
যদি এটা কাগজের হত।
-
জিস্ম তো হ্যায় ইস দুনিয়া মে লেকিন ,
তেরে আঁখো মে হো গয়া হুঁ গুম।
অউর বেচ্যায়েন দিল ইয়ে ক্যাহতা হ্যায় ,
মেরে সাঁসো কো জরুরত হো তুম।-