সূর্যের কিরণে
কেটে যায় কুয়াশা
ব্যর্থতার বেড়াজালে
গুমরে কাঁদে সব আশা
হাল না ছেড়ে যদি
চলতে থাকো স্বপ্নরথে
সাফল্য না আসুক
সন্তুষ্টি মিলবে পথে-
Facebook: তন্ময় পাল
Instagram :... read more
Don't take everything seriously.
একদিন যে তোমার সাথে দেখা করার জন্য অশান্তি করতো, দেখা না হলে রাগ করতো; সে হয়তো একদিন বলবে "জীবনে ভুল করে হলেও তোর মুখ দেখতে চাইনা"।-
আমি একটু শান্তি চেয়েছিলাম
তাই আজও খালি হাতে।
নতুন হাতে হাত রেখে,
আজ সে অন্য কারো সাথে।
-
যার জন্য তুমি নিজেকে হারাচ্ছো, যাকে পাওয়ার জন্য তুমি compromise করছো ,sacrifice করছো , তুমি কি জানো যে একদিন তাকেই হয়তো হারিয়ে ফেলবে।
-
যে একদিন ফোন বা মেসেজ না করলে রাগ করতো,
ব্লক করে দিতে বললেও দিতো না,
সে আজ বলছে "তুই মেসেজ না করলে ভালো হয়"-
থাকেও যদি তার দক্ষতা
ভুল পদে থাকা তার ব্যর্থতা
তাকে দিয়েই অন্যরা, করে তাদের কার্যসিদ্ধি
ফলে না বাড়ে তার সম্মান, না হয় বেতন বৃদ্ধি।-
বর্তমানে এমন একটা জায়গায় আছি,
যেখান থেকে ভবিষ্যত ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না।-
খারাপ সময় কাটছে যখন এক এক করে,
হঠাৎ তখন আশার ঘর, ভাঙলো দমকা ঝড়ে।-