Taniya Kundu   (তানিয়া ✍️)
269 Followers · 83 Following

read more
Joined 12 December 2019


read more
Joined 12 December 2019
30 JAN AT 16:57

স্তব্ধ দুপুর সঙ্গী থাক
ধুলোমাখা বইয়ের তাক
কিংবা কোনো ঘরের দেওয়াল
গল্প আঁকে আমার খেয়াল
তখন আমি আপন মনে
অল্প স্বল্প তুলির টানে
একলা হলাম নিজের কাছে॥

-


13 SEP 2024 AT 13:35

একলা শ্রাবণ পথের বাঁকে চাঁদের প্রহর গোনে
আঁধার তখন আঁচল পাতে মেঘের কোলে সঙ্গোপনে।

-


12 SEP 2024 AT 23:29

আবেগ গুলি কাব্যি আঁকে
অভিমান আর আড়ির ফাঁকে
কাটছে বেলা তোমার সাথে
বর্ণমালা-র শব্দছকে ॥

-


21 AUG 2022 AT 16:53

মেঘের গল্পে বৃষ্টি যেমন থাকে দাঁড়ি কমা বিন্দুতে
আমার গল্পে তেমন তুমি থাকবে সমান অনুপাতে।

-


21 AUG 2022 AT 16:46

স্বপ্নে ভেজা রঙের তুলি মন ছুঁয়েছে ক্যানভাস
নীলজল দিগন্ত আর সমুদ্রে মিশেছে আকাশ।

-


23 JUL 2022 AT 23:15

না হয় তুমি আকাশ হলে রোদ ছড়ালে নরম সুরে
সেদিন আমি বৃষ্টি হবো রূপকথাদের গল্প জুড়ে ।

-


22 APR 2022 AT 21:54

হঠাৎ যদি
সময় থমকে দাঁড়ায়
ফেলে রেখে সংসার
শৈশবে ফিরবো আরেকটিবার ।

-


22 APR 2022 AT 21:29

জীবনের গোধূলিতে
হৃদয় লালন আঘাতে
মুহূর্তরা তো একচিলতে
স্মৃতিরাই শুধু আড়িপাতে

-


21 APR 2022 AT 13:54

সময় আর সত্যের ছোঁয়াছুঁয়ি খেলার মধ্যে
আমরা চিরকালই নিরুত্তর
তাই পিঠ বাঁচিয়ে চলি
কেউই আমাদের পিছু ছাড়ে না
সময় তো নিয়মমাফিক
কিন্তু সত্য তো কঠিন ও দুর্নিবার
বেল ফুলের সুগন্ধের মতো
না পারা যায় এড়িয়ে যেতে
না পারা যায় গিলে নিতে
প্রত্যেক ভালোবাসার মধ্যে যেমন সত্য আছে
তেমনি হৃদয়ের ক্ষততেও সত্য আছে
বুঝলে প্রিয়
হৃদয় ছোঁয়ার আগে সত্যকে ছুঁয়ে নিও।

-


18 APR 2022 AT 19:12

হারিয়ে গিয়েও ফিরে আসি ধূসর সময়ের গোলকধাঁধায়
আপনভোলায় থাকছি মজে, রঙ মিলান্তি শেষ ভরসায়।

-


Fetching Taniya Kundu Quotes