Love is not a condition it is just an understanding.
-
তুই যখন অন্য কারোও মনে,
জাল বুনছিস শক্ত করে বাঁচার;
আমি তখন একলা ঘরের কোণে
জ্বালছি আলো মিথ্যে কোনো আশার।
হয়তো সেটা মিথ্যেই বলা চলে...
তোকে নিয়ে হয়নি কোনো ঘর,
আজকে সেটা অন্ধকারেই ভরা
উপাধি সেখানে শুধুই স্বার্থপর।
হিসেবগুলো মিলছে আর ঠিকই,
অঙ্কগুলো ভুল বিবাদের খাতায়!
চিঠি লিখেও পাঠাতে পারিনা তোকে
ছুঁতে চাই তোকে মিথ্যে ছুতোনাতায়।
শ্রাবণ মাসে বৃষ্টি এলে পরেও
আজকে শুধু আমার ঘরই ভেজে,
তুই তো তখন নতুন কোনো উত্তাপে
উঠিস আবার নতুন করে সেজে।-
হিসাব যখন মিলছে না আর
ভুল অঙ্কের নামে,
চিঠি লিখে পাঠিয়ে দিও
বেনামী কোনো খামে।-
বিশ্বাস যদি মিথ্যে হয় , তোমার কাছে ফিরবো না
নতুন করে তোমায় আমি , আর ভালোবাসবো না।-
আজকে তোকে পড়ছে মনে খুব
ফেলে আসা অতীত গুলো ভুলে....
দিচ্ছি আবার তোর মনেই ডুব।
চলনা আবার আগের মতো করে,
পথ হারাই রাস্তা খুঁজব বলে।
আসবি না যে সেটাও আমি জানি,
তবু মিথ্যে আশায় স্বপ্নের জাল বুনি।
প্রেমটা আমার মিথ্যে ছিলো বুঝি!
তবে সবকিছুতে তোকেই কেনো খুঁজি?-
যদি আজ,
অচেনা কোনো পথের বাঁকে,
তাকাই তোমার দুই নয়নে
হারাবে কি আবার আগের মতোই....
নাকি পথ খুঁজবে অন্য কোনে?
যদি আজ,
অচেনা কোনো গলির মোড়ে
হাতটা যদি তোমার ধরে;
হাঁটতে চাই তোমার সাথে
থাকবে আবার আমার সাথে?
নাকি আগের মতোই বদলে যাবে!
অচেনা কোনো প্রেমিকের বেশে।
-
তোমার দুচোখে স্বপ্নে,
আমি ডুবছি অহর্নিশ...
এভাবেই চলো পার করা যাক;
বছর কুড়ি - ত্রিশ।
-
মাগো, তোমায় নিয়ে যতই বলি
ততোই হবে কম,
সারাদিন শুধু কাজ করে যাও
নাওনা বিশ্রাম।
তবুও যে অভিমান করি
একটু বকা দিলে
দাওনা কেন কানটা মুলে
নিজের রাগটা ভুলে।
আবার যখন দুঃখ হয়,
তোমার কোলই খুঁজি
আঁচল দিয়ে কান্না ভেজা....
চোখটা আমার মুছি।
আমরা ভাবি খুব মর্ডান
নিজেরাই সব বুঝি
কষ্ট হলে কেন মাগো?
শুধু তোমাকেই খুঁজি।
ফিরতে দেরি হলে তুমি
খাবার সময় খোঁজো
আমাদের সব আবদার গুলো
কি করে তুমি বোঝো?
তোমার মতো বোঝায় না কেউ
মন্দ - ভালোর তফাৎ
ভুল হলে তুমিই মাগো
কোরো সংঘাত।
আর কাউকে চাইনা মাগো
তুমি সাথে থেকো
আগামী সব জন্মেও .....
আমাকে এভাবেই আগলে রেখো।-
হাতছানি দিয়ে, আবার আমায় ডাকে
অচেনা কোনো গলির মোড়ে
কিংবা পথের বাঁকে।-
তোমারই স্পর্শে বাঁচে ,
তোমার রঙেতে জেগে ওঠে আজ;
তোমারই রূপেতে মাতে।-