Tamal Dutta   (তমাল।।।)
21 Followers · 3 Following

আপনার জেনে খুব একটা উপকার হবে না 😌😌😌
Joined 16 September 2017


আপনার জেনে খুব একটা উপকার হবে না 😌😌😌
Joined 16 September 2017
3 MAR 2023 AT 2:07

Kabhi murke dekh lena us manzil ko
Jaha chor aayithi tune mujhe.
Aayegi kabhi mujhse milne to
Usi manzil pe khara milunga har bar tujhe.
Kabhi ghum aana un benam galiyo se
Jaha mere saanse milne aatithi tujhse,
Tu chor aayi un galiyo ko bohot dur,
Aur main aaj bhi nazrein churata hu khudse.

-


16 SEP 2022 AT 14:23

তোমার শহরের বৃষ্টিটা আজ
আমায় দিলো ভিজিয়ে।
যত্নে রাখা গল্প গুলো!
দিলাম ওদের ভাসিয়ে।
ছেড়া পাতার নৌকো নিয়ে,
অভিমান বয়ে চলে।
পারলে তাদের পড়ো খুলে,
যারা অভিমানের গল্প বলে।

-


1 JUN 2022 AT 2:30

Maine Dil Se Kaha,
Dhoond Laana Khushi

Nasamajh Laya Gum,
To Yeh Gum Hi Sahi

-


9 MAY 2022 AT 2:32

ছেড়ে যাওয়াই স্বভাব যাদের
দূরত্বের খোঁজে বারবার।
কাছের মানুষ হয় না তাদের
নিঃসঙ্গতাই এদের অভিসার।

-


8 MAY 2022 AT 1:28

আমাদের যেখানে হয়েছিল শেষ
এসেছি ফেলে গল্প গুলো,
সেখানে তাদের খুঁজতে গিয়ে
পেলাম আজ শুধুই ধুলো।
যে ছানাটিকে আদর করে
ডাকতিস তুই সোহাগ বলে,
জানিস সে আজ অনেক বড়ো
তাই বুঝি কাছে এলো না সে ও।
যে রাস্তায় গাইতাম গান
মাঝরাতে বা ভরদূপুরে,
সেই রাস্তারও মন ভার আজ
হয়ত, আমার মতন তোরই শোকে।


-


8 MAY 2022 AT 0:53

কেন বারবার ছুঁতে চাই তোকে
শত দূরত্বের পরেও।
কেন বারবার ফিরে পেতে চাই তোকে
ছেড়ে যাওয়ার পরেও।
বাঁধন যেথা ছিন্ন জেনো
ছেড়ে যাওয়াই শ্রেয়।
সুখে থেকো ভালো থেকো
দূরেই থেকো প্রিয়।

-


16 MAR 2022 AT 22:55

দিনের শেষে আঁধার এসে
ঢেকেছে গোটা শহর।
এই শহরের ভীরের মাঝেই
কাটুক ভালোবাসার এক প্রহর।

-


22 FEB 2022 AT 13:50

জীবন তো তাসের ঘর নয়
যে তোমার এক দমকেই ছড়িয়ে যাবে।
জীবন তো এতটাও ঠুনকো নয়
যে তোমার আঘাতে ভেঙে যাবে।
জীবন হল দধীচি মুনীর হাড় থেকে তৈরি সেই অস্ত্র
যা অবহেলা, অবঞ্জার মত অসুরকে নিধন করবে।
জীবন হল এমন এক সুখ দুঃখ ভরা সেই গানের অ্যালবাম
যা তোমায় কখনও কাঁদাবে কখনও হাঁসাবে কিন্তু অবশেষে এক অনবদ্য তৃপ্তির জন্ম দেবে।

-


8 FEB 2022 AT 12:38

চলতে চলতে ক্লান্ত যখন,
যন্ত্রণারাও অসহায়।
নিকোটিন তখন পাঁজর চেরে,
গ্লানির ধোঁয়া আকাশময়।

-


15 MAR 2019 AT 21:53

কবির মনের নরম ক্ষত,
বৃষ্টি মেখে শোকাতে চায়।
বোঝেনা কবি,
স্মৃতির অ্যাসিড,
বুকের ক্ষত বাড়িয়ে দেয়।।।

-


Fetching Tamal Dutta Quotes