Srif tum
Labz chahe jo bhi ho meri har labz main tum ho,
Duri bohot hain tumse par harpal tum mere dil ke karib ho,
Dil ko pata hain tumare kisibhi pal me main kahi nehi par meri har pal me srif or sirf tum ho....-
ভাবতাম নিজেকে নিখুঁত করে তারপর
মনের কথা বলবো তোমায়,
তারপর মনে হলো পৃথীবিতে তো কেউই
সম্পূর্ণ নিখুঁত নয়
তবে মনের কথা বলতে আর কিসের সংশয়
এতদিন তো কেটেই গেল আর বলার
কিইবা দরকার,
আমি তোমায় চিনি না তুমি আমায় চেনো না
এটাই হোক তবে আমাদের পরিচয়।-
যখন তুমি অসফল
তোমার সব ভালো কথা লোকের চোখে
জ্ঞান দেয়া লাগবে ,
যখন তুমি সফল হবে একই কথা
অনুপ্রেরণা মূলক বাণী হবে,
সততা ও ধৈর্য রাখো তোমার সফলতা
চারপাশ বদলে দেবে।-
তুমি হয়তো তাকে চেননা জানোনা সে কে
নাম বললে হয়তো চিনবে মনে পড়বে
কোনো মোটা কালো মেয়ে,
সে তোমায় বলেনি যে সে তোমায় আজও চায়
তাই সে নীরবে আজও তোমাকে
ভালোবেসে যায়।।-
One line is not enough to
describe anyone...
But if you properly used this then
it has the power
to tell everything......-
আমার অনুভূতি নাহয় নাবলাই থাক
তোকে নিয়ে লেখা আমার কবিতা
আমার ডায়েরির পাতায় পূর্ণতা পাক।-
অনেকে ভালোবাসার কথা জানায় না
ভালোবাসার মানুষকে
সে যদি ফিরিয়ে দেয় সেই ভয়ে,
আমিও বলিনি ,আমি ভালোবাসি তোকে
শুধু তোর হ্যাঁ বলার ভয়ে।।-
তেঁতো হলেও সত্যি যে
প্রত্যেকটা মানুষ তোমার জীবন থেকে
যাওয়ার আগে এটা বুঝিয়ে দেয়
এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়।।-