🔥
#সভ্যতার_স্খলিত_জিঘাংসা
—দীপক বেরা
দৃষ্টিগ্রাহ্য শূন্যতায় যতদূর চোখ যায়
গৃহস্থকোণ থেকে মাটিতে পাহাড়ে অরণ্যে
মানবসভ্যতার স্খলিত জিঘাংসা
ধাবমান বসন্ত রক্তাক্ত খুব, ক্ষতবিক্ষত দেহ
অপরিশোধিত রক্তিম নেশার মহড়া
রাতের বিভীষিকা, স্বপ্নভঙ্গ, রক্তাক্ত আকাশ
প্রথম প্রণয়ের বিসর্জন ভোর—আরক্ত বয়ান
বিবস, বিবসন, কম্পিত বেদনার নষ্টচাঁদ
অস্থির অস্বচ্ছ দিনের আলো, অস্পষ্ট আকাশ
তখনও জেগে আছে কিছু রাতজাগা তারা...
#কপিরাইট :@dipak_bera.-
25 APR AT 11:42