রেহার্দ্র
দুরন্ত রেলগাড়ির মতো ছুটে চলেছিল জীবন।
স্টেশন টার্মিনাসে একলা টেলিফোন,
বৃষ্টির ফোঁটা আর কবিতা সাথে নিয়ে,
কাল্পনিক অস্থিরতা।
তারপর তোমার সাথে দেখা,
ভাবিনি কোনোদিন যে দেখা হবে,
মোবাইল স্যাটেলাইটের জাল ছিঁড়ে।
কাজল রাঙা চোখে ছিল সাদাকালো ফ্রেমের চশমা,
আর একটা হাসি,
যা হৃদযন্ত্রের ছন্দ বর্ধনের জন্য যথেষ্ট।
সেই যে প্রেমে পড়লাম,
তারপর স্বপ্নের মতো কেটে গেল কিছু দিন-মাস-বছর।
সে সুধালো, "ভালোবাসিস! ছেড়ে যাবি না তো!"
আমি বললুম "না!"
বুকচাপা আবেগের ধারা বয়ে গেল
গঙ্গার বাতাসে মাখা সেই চুম্বনে।
এলোকেশী একরাশ কালো মেঘ কেটে
উঠেছিল প্রেমরৌদ্র।
উত্থান পতনের অস্থিরতায় রচিত হলো নতুন অধ্যায়,
যার নাম, "রেহার্দ্র"।।-
21 NOV 2020 AT 1:50
29 MAR 2019 AT 9:43
আরো অনেক পথ চলা বাকি
আরো কিছু গল্প বলা বাকি
আরো কিছু প্রেমময় বিশ্বাস
আরো বাকি প্রেমের কলঙ্কিত ইতিহাস।
হাতে হাত রেখে কাটুক আরো কিছুটা সময়
অপ্রকাশিত কবিতাদের করুণ অনুনয়
চোখের ভাষাতে আজ কথা হোক
রেহার কবিতাখানি আজ রুদ্রর হোক।।-
29 MAR 2019 AT 1:25
তোমার কাজল চোখে স্বপ্ন লেগে থাকুক
তোমার ঠোঁটের কোলাজে জমুক শিশির বিন্দু
এলচুলে সাজানো ক্যানভাসে রাঙ্গুক রং তুলির ছোঁয়া
বারবেলার শেষে গোধূলি গগণে জমুক সাদা মেঘ
ভালোবাসার যজ্ঞ হোক হোমকুণ্ডের আঁচে
প্রেমসিদ্ধি হোক আজ না বলা চোখের ভাষাতে।-