Sahel Ghosh   (Sahel Ghosh)
135 Followers · 190 Following

কিছু কথা নাহয় না বললাম
শুধু সময় পেলে একবার চোখ বুলিয়ে যেও

#রেহার্দ্র
Joined 1 October 2017


কিছু কথা নাহয় না বললাম
শুধু সময় পেলে একবার চোখ বুলিয়ে যেও

#রেহার্দ্র
Joined 1 October 2017
11 MAY 2022 AT 2:14

||প্রত্যাবর্তন||

অনেক দিন পর আজও
লিখতে ইচ্ছে করে,
মন খুলে মনের সুখে
হাসতে ইচ্ছে করে।

আকাশ পথে পাড়ি দিয়ে
মেঘের ভেলায় ভাসবো আজ,
সকালের স্তব্ধতায় আজও সাজে
রাঙা রোদ্দুরের লাজ।

বৃষ্টি আজও তোমার কথাই
বলে কানে কানে,
ভিজে মাটির গন্ধ আজও,
ভালোবাসতে জানে।

কনের সাজে রোদ্দুর আজও
খিলখিলিয়ে হাসে,
আকাশ আজও তোমায় সখী,
বড্ড ভালোবাসে।।

-


13 NOV 2020 AT 18:55

হাজার কৃত্রিম বিজলিবাতির রোশনাই ঢাকা পড়ুক
গুটিকতক লুপ্তপ্রায় মোমবাতির প্রজ্বলিত অগ্নিশিখায়।

-


30 JAN 2020 AT 9:50

লুকানো মিষ্টি হাসি,
কাজল কালো চোখ আর,
ললাটে লাল টিপ।
আমার পাঞ্জাবির খাঁজে
তোর ঠোঁটের উপহার,
একটা সরস্বতী পূজোর সকালে
তোর আমার সাজানো রূপকথার সংসার।

-


6 SEP 2021 AT 1:57

আঁধার যখন গ্রাস করে রাতের শহরে
কোথাও ভালোবাসার প্রদীপ জ্বলে নির্বাক তিমিরে।

-


6 SEP 2021 AT 1:34

People often say, that they are there if u need to talk. But in realtime no one is there for you. You are all alone in the middle of the sea. And there is nothing to stop the storm in your mind. No one is there to hold your hands and say "u can tell me without any hesitation". Yes we are man but we also need pampering. Atleast a little bit would be enough. People will connect you only when they need something from you but the will act as 'busy bee' when you need them.

-


6 SEP 2021 AT 0:09

আলেয়া

একফোঁটা আবির মাখা জলে
একপশলা বৃষ্টি মাখা রাত
আলেয়া মাখানো এক বিকালে
আমার হাতে রাখিস তুই হাত।

রোদ ঝলসানো সন্ধ্যায়
যদি খামখেয়ালি স্মৃতিরা ঘিরে ধরে,
নীলখামে মোড়া চিঠির ভাজে
শুধু তুই আছিস আমার হৃদয়ের অন্তরে।

মনখারাপের রাত জাগা নিশাচর আলোয়
মালকোষ বাজে গিটারের তারে
সিগারেটের কালো ধোঁয়া ছাড়িয়ে
ধমনীর রক্তস্রোত উদ্বেলিত হয় ভৈরবীর সুরে।

কাঙ্খিত কল্পনার মাঝে অদ্ভুত নীরবতায়
কিংবা অলস বিকালের অদ্ভুত কবিতায়
ছন্দহীন বা ছন্দপতনের গভীর রাতে,
তুই থাকিস আমার পাশে, আমার সাথে।।

-


9 JUL 2021 AT 15:09

Focus on your learnings,
Money will follow you.

-


18 APR 2021 AT 2:50

লাশের উপর তৈরি হবে তোমাদের অভেদ্য রাজ দূর্গ
তোমাদের রাজনীতির খেলায় প্রাণ হারাবে হাজারো মূর্খ।

-


21 MAR 2021 AT 0:40

কিছু কথা ভুলে যাওয়া ভালো
অমরত্বের দাবি ছেড়ে পিছিয়ে আসা ভালো
আঁধার আচ্ছন্ন কিছু কিছু বিস্ময়
ধমনীতে বয়ে চলা বিষাক্ত নীল অবক্ষয়।

-


4 MAR 2021 AT 2:56

That loves to be drenched again.
That loves to be worshiped
And undo the agony, and the untold pain.

-


Fetching Sahel Ghosh Quotes