QUOTES ON #রূপমেরএলোমেলোকলম

#রূপমেরএলোমেলোকলম quotes

Trending | Latest
12 MAR 2023 AT 19:07

দৃষ্টি আকর্ষণ করছি তাদের যারা দৃষ্টি থেকেও দৃষ্টিহীন।
একটু দেখুন !!
কি দেখুন.????
আরে দৃষ্টি তো আসুক আগে তারপর নাহয় দেখবেন..😊

©রূপম🌿
#রূপমেরবিরক্তিকরউক্তিসঞ্চয়ণ

-


5 JUL 2024 AT 12:42

ক্ষণিক

©রূপম ভৌমিক

চাঁদের গা বেয়ে নামতে থাকা যম।
আমি তাকে দেখেছি ভীষণ দ্বিধাগ্রস্ত।
কালো কাপড়ে মুখ মুছে নিয়েছে চোখে জল বর্তমান।
না চেয়েও যেন তাঁকে কিছু একটা করতেই হচ্ছে।
গলায় দড়ি বেঁধে কাস্তে চাঁদে ঝুলছে একাধিক স্বপ্ন।
যমকে যমের মতন ভয় করার নেই মনে হচ্ছে কেউ।
সুতো হাতে কিছু ষড়যন্ত্রের কারবার রক্তক্ষরণে ছিন্নভিন্ন।
অন্তঃস্থল! দুর্গম ধূ ধূ!
চায়ের টেবিলে বসে স্বল্প আলাপ ।
আরেকটু রাখতে পারতেন মা বাবার চোখের জল ভালোলাগে নাকি ?
উত্তর নেই এসবের উত্তর স্বর্গ নরকে নেই।
কার কাছে তবে?

-


19 MAR 2023 AT 20:10

রোজ পুড়ি

বয়স তো হলো কি করিস.?
অন্য কোনো চাকরির জন্য এপ্লাই দিস..?
দি আপিল করি..!
রোজ রাতে কিছু স্বপ্নকে নুন চাপা দিয়ে মারি;
চেষ্টা করি মারার। নাছোড় বান্দা শিক্ষক হওয়ার ইচ্ছে...
মেরে ভূত করে কাজে যাই।
ঘরে এসে চেতনা বলে তুই মর শালা..!
বেসরকারি তে আপিল আমি পড়াবো
উত্তর হীন মেইল বলে পালা..!
তাও রাত্রে নুন দিয়ে মারার প্ল্যান চলে...
বেশ কিছু জন স্বপ্ন দেখার কথা বলে।
তারা নিজেরাও দেখে একই দৃশ্য....।
টিভিতে চলে পচা ভাষ্য।
হাড় ভাঙা ব্যথা হারামির জঞ্জালে।
রোজ পুড়ি স্বপ্নানলে।

©রূপম ভৌমিক🌿
#রূপমেরএলোমেলোকলম

-


17 MAR 2023 AT 14:52

ফাইট...

একটার পর একটা বন্ধ।
খুলছে দোকান মদের গন্ধ।
বাড়ছে ফুটপাতে চায়ের দোকান ভাজাভুজি।
আমি এই ভিড়ে শিক্ষককে কোথায় খুঁজি।
আছেন যারা কত দুধে কত জল কে জানে..?
এই তো রাস্তা সামলাত যারা তারা পড়াবে এলো কানে।
সভ্যতা জানে কোথায় আঘাত আনলে সব হবে শব।
কিভাবে করাতে হয় এক শিয়ালের রব।
জানে আমিও জানি আমার বন্ধুও জানে।
মানুষগুলো বিকিয়ে গেছে যাদের প্রাণ ছিল গানে।
তবুও সব ছেড়ে কি আমি বিষণ্ণ কি ডে নাইট..!
ভিতর থেকে কে যেন আজও বলে ফাইট কোনি ফাইট!"
সে কি ক্ষিদ্দা নাকি না আমার আমি...?
যে এখনো ভিড়ের ভিতর স্বরূপ না দেখিয়ে বেনামী।

✍🏻©রূপম ভৌমিক🌿

#রূপমেরএলোমেলোকলম

-


17 MAR 2023 AT 0:13

জোনাকি গুলো আমের মুকুল ছুঁয়ে ছুঁয়ে উড়ছে।
ভিজে প্রকৃতি একলা ঘরে আমি আমার কত কি স্মৃতি খুঁড়ছে।।

©রূপম🌿

-


16 MAR 2023 AT 20:19

বৃষ্টি দিনে

©রূপম🌿

এলোমেলো ঝোড়ো হাওয়া।
বিদ্যুৎ চমকানো শোঁ শোঁ গান গাওয়া ।
নারকেল গাছের পাগলের মতন মাথা দোলানো।
নরম মাটিতে কোনো গাছ হেলানো।
হ্যারিকেন জ্বালিয়ে ঘরের কোণে।
ঈশ্বরের নাম জপ সংগোপনে।
টালির ফাঁক বেয়ে জল টুপ টাপ।
কোথায় দিচ্ছি বাটি কোথাও বা কাপ।
তার মধ্যেই মোবাইলে লেখা কবিতা।
বারান্দায় ঝুলছে সেলাই করা ছাতা।
কংক্রিট নাই কাদায় ভরা উঠোন।
সোঁদা মাটির গন্ধে ভরপুর।
ভালো আছি বেশ অভাবে এই সুন্দর অন্তঃপুর।
না দেখেই বড় কথা কত জন যায় বলে।
এখনো মানুষ হওয়ার চেষ্টায় আছি আমি অভাবেরই কোলে।।

-


2 FEB 2023 AT 23:07

সেও জানে আমিও জানি আমাদের ভালোলাগার কথা।

না বলার সমুদ্রে দূর দুই দ্বীপে জমা আছে আমাদের ব্যথা।।


✍🏻© রূপম ভৌমিক🌿
#রূপমেরকলম

-


4 JUN 2022 AT 20:31

Gilmpse...

Just because I little bit learn to draw some easy portraits or senary or something something or colouring some of my easy paintings that's doesn't mean I am an artist !
I think Artist is such a level where mind is like universe.. where is no boundaries.. no narrow walls or selfishness.
It's bit of madness. Like a child. But if I pretending those things which is similar to be an artist that is ridiculous. Because fake is everywhere wearing a mask and getting much attention by huge fake peoples, but real one is rare and rare one is Busy with creative ideas, and creating something new. Which will have a huge amount of breaking power..

©Rupam🌿

-


19 JUN 2024 AT 22:01

ছেলেটা

রূপম ভৌমিক

ইদানিং জোনাকিদের সাথে বেশি সময় কাটাতে ভালো লাগে।
যে আলো নরম চোখের স্বস্তি আমাকে ঘুম পাড়ায়।
আমার ঘুমের বাড়ি পাতলা কাঁচের।
ঘুমরে কান্নার শব্দে কত রাত যে চুরমার হয়ে গেছে ইয়ত্তা নেই।

একটু বাতাস আসুক জানলা পেরিয়ে জড়িয়ে ধরুক।
আমি কয়েক শতাব্দী ঘুমাতে পারি না।
শুনছো জোনাকি আমার সারা গায়ে বসে থাকো।
আমার চোখের পাতায় বসে আলো দাও।

একটা মিশকালো রাত্রি আমি পেরিয়ে যাবো ঠিক।
ছেলেটা ছোট্ট ছিল বড় হয়ে যাচ্ছে জীবনটা বড্ড সংগ্রামের।
একটু ঘুম দরকার

-


7 APR 2024 AT 21:31

সাপ শ্বাপদকে আমি ভয় পাচ্ছি না তেমন।
যতটা ভয় পাচ্ছি মানুষকে!
নিজের ক্যানভাসে তুলছি এঁকে।
যাদের দেখেছি সেরকম নয় দেখেছিলাম যেমন।

©রূপম🌿

-