QUOTES ON #ভোলানাথ

#ভোলানাথ quotes

Trending | Latest
28 APR 2019 AT 8:10

কিছুই যে আর মনে রাখতে পারছিনা।এ'তো বয়সের দোষ।কোথায় যে কি রাখি তাই তো মনে থাকেনা।আর মনটাই যে আমার কাছে নেই আর।কাজে কর্মে ভুল করে চলেছি সমানতালে। কবে যে চাকরিটা হারাই কে জানে।ঘরেও একই অবস্থা কি যে করি?চিনি দিব এক কাপে দিয়ে দিলাম অন্য কাপে।এখন মেয়েদেরও বকা শুনতে হয়।ডিমনেসিয়া না হলেই হলো।আমি মনভোলা আর তুমি ভুলোমন।

-


11 JUN 2022 AT 14:44

আলো আমার ভুবনভরা শুনতে শুনতে
যে শিশুটি ঘুমিয়ে পড়ছে
তার ছায়ায় তলিয়ে দেখছি
কাঁচালঙ্কা কুচির অন্ধকার
সাদা মুড়ির মতন আলোর মাঝে ছড়িয়ে আছে

আমাদের উপভোগ্য কোনকিছুতেই নিরঙ্কুশ আলো নেই
তবু শিশুটি জানলায় রাত্রিবেলা ভয় পায়
সে আলো জ্বেলে ঘুমোতে চায়
তুমি তাকে অন্ধকারের অভ্যাস দাও জন্মদিনে

ঘুমপাড়ানি, কিংবা চাদর
যা লোভ দেখাও
সত্যি বলো, বড় হয়ে গেলেই
তাতা থৈথৈ করে মৃত্যুকে উদাসীনতা দিতে পারো?

-


7 JUN 2021 AT 22:47

Paid Content

-


7 JUN 2021 AT 22:44

ভোলানাথ
যেখানে শিব🕉️
সেখানে শক্তি🔥🚩
যেখানে প্রেম 🌿😘
সেখানেই ভক্তি ❤️❤️
ওম নমঃ শিবায় 🙏🙏

-


7 JUN 2021 AT 22:41

ভোলানাথ
তুমি প্রলয় , তুমি সৃষ্টি
ত্রিনয়নের কৃপাদৃষ্টি
তুমি ত্রাতা , তুমি দাতা
তুমি মুক্তি হে বিধাতা
ওমঁ নমঃ শিবায়🙏

-