In the predator city, rain came like an unsuspecting stranger.
Let the windows be shut. Than your grumpy works, your grief can't be bigger..
-
nobody among the millions.
একটা জোর বৃষ্টি। একটা টিনের চালের ছাউনি। কাঠামোর কালচে বাঁশ বেয়ে গড়িয়ে পড়ছে জল। ঘাস, পেঁপেঁ গাছ, নয়নতারা, তুলসি, বুনো ঝোপ- অন্ধকার আর দূরবর্তী ম্রিয়মাণ স্ট্রীটলাইট মেখে আমার মতন চুপ দাঁড়িয়ে। রাত এগারোটা পেরিয়েছে অনেকক্ষণ।
মুক্তি। মুক্তি। এত মুক্তি দিয়ে কি করবে তুমি? প্রবৃত্তি আর রিপুর কাছে, বন্ধনের সাধনা?
কদিন আগে অবধি এ কথাই বলতাম নিশ্চয়। আজ আর বলি না।সব ধুয়ে ফিকে হয়ে যায়। সময়ও বৃষ্টির মতন ঝরে আমায় মুছতে থাকে, আমাদের সময়টুকু মুছতে থাকে। শুধু স্মৃতি এক অবাধ্য জলের শুকনো দাগ।
আসলে কেউ কেউ ভাঙতে পারে না। নিজে যতই ভেঙে যাক না কেন।
-
"There's nothing working in our relationship."
I hear those words in nightmare, and wake up midnight.
A nothing to you. still wrecks me in deep
-
"coz on the frontier of reasoning, my conscience likes to play the hero part."
-
"You."
"What shall I get in return? "
"Me."
"For how many days you want me? "
"Until you will hold me."
"Nope. Make that forever."
"Seems a fair deal."
-
তারপর ক্রমশ নীল হতে হতে লোকটা একদিন হারিয়ে গেল। কেউ বলে সমুদ্রের দিকে। কিন্তু বালির ওপর কোন পায়ের ছাপ মেলে নি। আর সমুদ্র বড় চেঁচামেচি করে। পাহাড় ছাড়া কে একজনের ভেতরকার পাথরকে নিজের ভেবে চুপ করে শুনবে?
বিকেলের শেষ দিকে যখন ছায়া দুখের মতন শীর্ণ লম্বা হয়ে আসে, কিংবা মেঘলা ঘন বরিষণ চারদিকে শ্বাস ভারী করে দেয়া গন্ধ ছড়িয়ে দেয়- অনেকে নাকি লোকটাকে দেখতে পেয়েছে পাহাড়ের আনাচে। আউলিয়া চাঁদের বাউল আলোয় হঠাৎ পাথরে কেউ আবছা এক মুখ আঁকা দ্যাখে। বলা হয় লোকটা নাকি নিজেকে আঁকতে গিয়ে বারবার ভুল করে একটা মেয়েকে এঁকে ফেলে। তারপর সেই পাথরের কাছে আর ফিরে আসে না। এভাবে একদিন সব পাথর সে আঁকতে আঁকতে শেষ করে ফেলবে। তারপর চলে যাবে পাহাড় ছেড়ে।
চলে যাবার পরে খুব বৃষ্টি হবে তিন রাত। পরদিন পৃথিবীর অন্য কোথাও একটি মেয়ে হারিয়েই যাবে।-
when you know you can sail it alone through the storms.
It's not easy to love you when
you need no shoulder to rely on.
It's not easy to love you knowing
you are strong to say it's fine and move on.
and yet as you became my weakness
'cause it was a one-sided love,
isn't that, hon?
-