....
-
অবহেলা করা সে তো তোমার কাজ ।
ভালোবাসা সে করে আমার হৃদয়ে বিরাজ ।
তুমি আমার থাকলে পাশে
শত ঝড়-ঝঞ্ঝা যাবে ভেসে ।
ভয় করি না তাই আজ
আমার নেই কো কোনো লাজ ।
মাঝ নদীতে এককী হয়ে দিয়ো আমার সাথ ।-
অজস্র লোকের মৃত্যু ঘটে।
দমবন্ধ করে এই যানজটে।
মানুষের অস্তিত্ব আজ সংকটে।
চিন্তারা চাই আজ মুক্ত হতে।
প্রকৃতিরা আজ ভেংচি কাটে ।-
তার পুরোটাই জুড়ে রয়েছিস শুধু তুই।
তোর কবিতার কথা পড়লে মনে
সেই পুরনো খাতাটা খুলে রয়।
সে খাতা হারিয়েছে কবি
ভুলিয়াছে নাম,
বেমানান কবি এখন..
তোমায় খুঁজে ফেরে.....
ব্যথা হওয়া প্রেমিকের মন...
তোমার হৃদয়াকাশ জুড়ে ।...........-
যে তোর আকাশ
সাজাতে গিয়ে,আমি আজ শূন্য।
তোর ঘর তৈরী করতে গিয়ে,আমি আজ বন্য।
তোর স্বপ্ন পূরণ করতে গিয়ে,আমি আজ নগন্য।
তোর ভাষায় আমি আজ নগ্ন।
তুই-আমার কাছে আজও অনন্য।
তোর ভালোবাসায় আজও আমি পূর্ণ
কিন্তু তোকে ছাড়া আমি আজও অসম্পূর্ণ ।-