....
-
Angana Das
(।।অঙ্গনা।।)
282 Followers · 101 Following
নমস্কার, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন।
আমার আ্যকাউন্টে আপনাদের কে স্বাগত।।
যারা ফলো-আনফল... read more
আমার আ্যকাউন্টে আপনাদের কে স্বাগত।।
যারা ফলো-আনফল... read more
Joined 25 December 2019
11 DEC 2020 AT 17:54
অভিমানে ভরা বসন্ত,
তোমার ছোঁয়াতেই পরিপূর্ণ।
মুগ্ধ বাতাসে ফিরে ফিরে আসে,
তোমার গায়ের সুগন্ধের সাথে।
এখন সূর্যাস্তের পর্দা,
সময়ের সাথে ধাপে ধাপে ওঠে।
হিমেল রাতের অনুভব,
তোমার উষ্ণতাতেই বেয়াদপ।
দূরের বাগানে তোমার বাস,
যেখানে ভালোবাসার ধূলো রাশ রাশ।
আমন্ত্রণগুলো বেপরোয়া ক্যানভাসে
অপেক্ষা শব্দগুলো ডানা মেলেছে বাতাসে।।-
29 NOV 2020 AT 20:25
বদ্ধ সমাজে গভীর সমালোচনা,
হারিয়ে ফেলেছে সীমা।
মুক্ত ডানা খোলো এবার,
চিন্তারা পড়ুক ধরা।।
-
19 NOV 2020 AT 18:17
।।ধ্রুবক।।
প্রতিক্ষণে অদৃশ্য রক্তে ভরা হাত নিয়ে ছুটে চলেছি, ব্যস্ত হচ্ছি অস্থায়ী ক্ষণিকের কাজে। কিন্তু খুনের মাশুলটা যে বাকি থেকে গেলো এখনো।-