-
শব্দ কিনে ভরেছে আমার হৃদয়ের ভাঙা ঘর,
অভিমানী ভালোবাসা এখন মনের গুপ্তচর।
শব্দরা আমার কবিতার পাতায়, নেই কো তাদের অহংকার,
শত কষ্টের মাঝেও তোমায় ভালবাসতে চাই বারবার।
অক্ষরের ছন্দের মাঝে যখন শব্দের হয় পতন,
ভালবাসাটা নিঃশব্দে এসেছে এবার ধ্রুবতারার মতন।
ভাবনাগুলো খুঁজে বেড়ায় তোমার হৃদয়ের বালুচর,
অভিমান ভুলে কোনদিন ভালোবেসে নিও প্রেমিকের কদর।
গভীর রাত্রে কবিতার ছন্দ মাতে তীব্র প্রেমের নেশায়,
গোপন ভালবাসা বারবার দেখি, লুকানো তোমার চোখের ভাষায়।
উপত্যকার প্রতি কোনায় খুঁজবো তোমার হৃদয়ের গভীরতা,
মায়াবী নিশায় ভালোবাসার আবদারে প্রভাতী তীব্রতা।
শব্দগুলো আজ বন্দী সব একাকীত্বের ঘরটায়,
হৃদয়ের ক্যানভাসে হিজিবিজি ছবি ভাঙা মনের চিলেকোঠায়।
কল্পনাতে আমার ভালোবাসা মাঝেমাঝেই অবান্তর,
বিরহী মন তোমায় পেতে চেয়েছে, কবিতাদের আজ ভীষণ জ্বর।
✍️ নীরব প্রেমিক 💔-
পাশবিক কিছু আলিঙ্গন চাইছে শুধুই শরীর চাহিদা পূরণের আশা,
কিছু আলিঙ্গনের মধ্যে নেই চাওয়া পাওয়া শুধুই আছে ভালোবাসা।
ভালোবাসার আলিঙ্গন দিয়েই জিতে নেওয়া যায় সব জীবন সংগ্রাম,
নাই বা বললাম সেই ভালোবাসার মানুষের নাম, পড়ে আছে নীলচে চিঠির খাম।
নাই বা পেলাম গোলাপের কাঁটাতে তার ভালোবাসা, সে মিশে রজনীগন্ধার সুবাসে,
কখনো ইচ্ছে হলে বাড়িয়ে দিও তোমার হাত প্রিয়তমা আমায় ভালোবেসে।
এখন প্রিয় নিশিগন্ধার সুবাসে দেখো আমার প্রিয়তমার সজ্জা,
প্রিয়তমা তোমার উষ্ণ আলিঙ্গনে রেখো আমায় বাহুডোরে, পেওনা তুমি লজ্জা।-
আমার প্রিয়তমাকে নিয়ে আছে কত জল্পনা কল্পনা,
তবে বলি শোনো ভালোবেসে আমি তাকে ডাকি "মধুপর্ণা"।
বারে বারে বদল করছি এই পরিবারে আমার ছবি, আছে তার কারণ,
কেনো? এটা আমার প্রিয় মানুষ জানে সবাইকে বলা বারণ।-
আমার প্রিয়তমা নাকি হাজারো যন্ত্রণার ভিড়ে গেছে আজ হারিয়ে,
আমি একাকী খুঁজছি তাকে, ভালোবাসার হাত বাড়িয়ে।
আমার ভালোবাসা তার কাছে মিথ্যে তাই মুরুর তীরে হৃদয় তার শূন্যগামী,
না হয় একতরফাই ভালোবাসবো তাকে, হয়ে এক অচেনা বেনামী।
তার হৃদয় মাঝে মরণ প্রবণতা জাগে শোনেনি সে আমার কথা,
মিথ্যা হাসির অভিনয় করে পায় সে অন্তরে হৃদয়ে ব্যথা।
আনন্দ তার কাছে মিথ্যা, কষ্ট ছাড়ে না তার পিছু..
তাই আমারও হৃদয়ের ভালোবাসার কথা অপ্রকাশিত তার কাছে কিছু।-
"এক প্রভাতে"
কোনো এক সকালে হয়তো ভালোবাসার হৃদয়টা কাঁদবে,
বিরহী কবির কলমটা সারারাত জাগবে।
সকাল এর গুরুত্ব আছে যে অনেক এই কবির কাছে,
বেনামী সম্পর্কে তার যে এক প্রিয়তমা আছে।
হঠাৎ করে এলো এক প্রজাপতি নিয়ে প্রিয়তমার খবর,
এক মুহূর্তে মনটা পুড়ে শেষ তার তখন অচেনা জ্বর।
সেলফোনের ওপার থেকে ভেসে আসছে শুনতে পাচ্ছো?
আবার আসে সেই গলার সুর তুমি কি কাঁদছো?
সুন্দর এক সকাল হলো বিষাদ মাখা রক্তাক্ত।
প্রিয়তমার সেই গলার সুরে আমি তখন নেশাক্ত,
আবারও এলো এক নতুন প্রভাত যখন আমি বিষন্ন,
প্রিয়তমার বিবাহ খবর খুব কাছে আসন্ন।
হারিয়ে গেলাম আবারও একজনের অচেনা হৃদয় থেকে,
হয়তো কেউ বুঝবে না কোনো দিন এই বোবা হৃদয়কে।-
কলম হলে লিখতাম না, হয়তো যদি পারতাম লিখতে...,,মারণ ব্যাধির ঔষধের নাম ...যা আজ ভীষণই দামী, নয় সস্তা!
-
"জলছবি"
চলে গেছো অনেক দূরে আজ আমার হৃদয় থেকে,
স্মৃতিগুলো আজ বড্ড ঝাপসা লাগে অনেক ধুলো মেখে।
আজ শুধু ভালোবাসার গল্পটা পড়ে রইলো তাও অসম্পূর্ণ,
অনেক অবহেলা কুড়িয়ে মণ বাড়িটা আজ চুর্ণ বিচূর্ণ।
একবারও ভাবোনি কিভাবে কাটবে আমার দিনের পর দিন,
হৃদয়টা আজ বড্ড কঠিন, যেনো একটা পাথর ভাঙার মেশিন।
কলম লিখে চলেছে আপন কবিতা যা মনে আসছে,
আজও মনের আঙিনায় শুধুই তোমার জলছবিটা ভাসছে।
-