QUOTES ON #পক্ষীরাজেরকলমে

#পক্ষীরাজেরকলমে quotes

Trending | Latest
28 OCT 2020 AT 11:11

(Captioned)
👇


-


2 OCT 2020 AT 21:43

তোমার সারা দিনের ক্লান্ত অবসন্ন হাত দুটো যখন,
আমার মাথায় গায়ে বুলিয়ে দাও;
আমি তোমার সব ক্লান্তি নিজের মধ্যে টেনে নিতে চাই।

তোমার ঘামে ভেজা স্নেহময় চোখ দুটো দিয়ে যখন,
আমার সর্বাঙ্গে শুভকামনার বার্তা দাও;
আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ঘাম মুছে দিই।

যখন চিন্তায় এক করতে পারি না দুচোখের পাতা,
তুমি নেশার মতো আমায় নিদ্রার চাদরে শুইয়ে দাও।
তোমায় খুব ভালোবাসি মা, কিন্তু মুখ ফুটে বলতে পারি না,
তবে তোমাকে কি তা বলার প্রয়োজন আছে? তুমি তা জানো।

-


10 JUN 2021 AT 18:45

তলানিতে জল,
মুখ অনেকগুলো;
বিষ মাখানো শরবত।

-


19 FEB 2021 AT 20:22

।। লক্ষ্মীছাড়া ।।

সেদিন কালো মেঘের ভাঁজে, একটুখানি জীবন ছিল;
ঝমঝমিয়ে বর্ষা হলেও হয়তো খানিক নাটক ছিল;
সাতটা তারা দিনের আলোয় পথ ভুলেছে গোলোক ধাঁধা -

হাওয়ায় হাওয়ায় পৃথক ওড়া, অনেকটা খুব বোঝাপড়া;
ছাদের তলায় চলে বিলাস, নিশি আঁধারে জীবন্ত সুখ,
আকাশ বেলায় উনুন জ্বলে, গনগনানির ভীষণ রূপ।

সাধ মেটাতে অলীক ভাবে জল পাতালে তাকে খুঁজি,
বাঁধনছাড়া ছন্দভাঙা উল্লাসে বুঝি বাড়ছে পুঁজি!

-


10 JAN 2021 AT 9:59

আগাছার আঁকিবুকি সমতল ছাপিয়ে যায়,
ফিরতি ভুলের মিছিল দিনলিপি লিখে দেয়।
একা একা ছেয়ে থাকে ঘাসে ঢাকা সোয়েটার,
পাঁচিলের শ্যাওলারা গান লেখে লাগাতার।
রাতারাতি দেখা দেয় মিশকালো ধ্রুবনাম,
মাঝে মাঝে মনে পড়ে গতিপথের নিশিখাম।
ঠিক তারে দিন যায় বানভাসি পথ ধরে,
বুড়ো রাজা হাত গোনে বড়োলোক হবে বলে।
গতির পারে নীহারিকা ছায়াপথে মেশে,
এক বুক গোলাপ কেনে খানিক দর কষে।
দোলনার বালি ঝেড়ে খেলনা একরত্তির,
নেশাধরা আমেজ বুকে নেমে আসে রাত্তির।

-


7 DEC 2020 AT 11:32

হলুদ লালে গল্প শুরু, ক্লাইম্যাক্স নীলে;
শল্ক-তলে উন্মোচিলে, ভস্মাহুতি অনলে।।

-


18 NOV 2020 AT 9:29

পাঁচ টাকার খবর কিনলাম, সঙ্গে খানিক রসিকতা;
রসায়নে শানটি দিয়ে কুয়াশা ঘেরা সামাজিকতা।
দূরে কোথাও আজান দিলো, অঘ্রানের প্রথম দিনে,
একটা আকাশে সূর্য জ্বলে আরেকটাতে দিন কেনে।
ভালো থাকার দামটা আজ আকাশ ছোঁয়া আগুন,
বাজার গিয়ে অগত্যা তাই কিনে আনি কানা বেগুন।
চায়ের ধোঁয়ায়, শাল গায়ে গপ্পো বইয়ে মুখ গুঁজে,
সামনে দেখি একটা প্রাণী উষ্ণতার স্বপ্ন খোঁজে।

-


7 OCT 2020 AT 10:46






-


1 OCT 2020 AT 19:56

ঋতুরা ঋতুচক্রের জন্য অস্পৃশ্য দেখো মন্দিরে,
ঋতু পরিবর্তনই হচ্ছে শুধু, যুগ পরিবর্তন হচ্ছে না যে!

-


2 OCT 2020 AT 20:05

মনে আছে তোর? আমাদের দেখা হয়েছিল,
সেদিন ছিল পূর্ণিমার চাঁদ আকাশে;
আমরা বাদাম ভাজা আর জিলিপি খেয়েছিলাম,
সন্ধেবেলা নদীর ধারে বসে।

দু'হাতে করে একমুঠো জোনাকি দিয়েছিলাম;
তুই ভালোবেসে তোর চুলের ফিতে,
আমার লাল রঙের সাইকেলটায় বেঁধেছিলি,
আমাদের স্মৃতিচিহ্ন হিসেবে।

আজ দেখলাম তোকে অনেক দিন পর, দামী গাড়িতে,
আলস্যে মোড়া; আর আমি বাড়ির উদ্দেশ্যে শ্রান্ত পায়ে।।

-