"আজকেও!"- নেহা রুমির রোদ চশমাটা খোলে।
চোখের নিচের ক্ষতটা গভীরতর।-
প্রেমের পূর্ণতা, সে তো কলঙ্ক দাগে, যেনো ওই পূর্ণিমা শশী;
অভিসারে মিলিব দোঁহে, পরমানন্দ আস্বাদনের বাসনাতে,
মোহন মধুর, তোমাকেই দেখছি দিবা নিশি।।-
ঋতুরা ঋতুচক্রের জন্য অস্পৃশ্য দেখো মন্দিরে,
ঋতু পরিবর্তনই হচ্ছে শুধু, যুগ পরিবর্তন হচ্ছে না যে!-
ভানুমুখীর স্বপ্নগীতিকা,
নষ্টচাঁদের বিভীষিকা;
তন্দ্রাপাতে বিস্মরণিকা।-
প্রেম কি জীবিত আজও ফেসবুকের ব্যর্থ স্টোরিতে?
না কি ইতিহাস, কবর প্রাপ্ত, টেরাকোটার লীলা গল্পেতে?-
কোরা কাগজের উপহারেরা জীবন মুহূর্ত এঁকে দেয়,
উপহারের 'উপ'-গুলো তবে, বারবার কেনো হারিয়ে যায়?-
ছেলেটার ইচ্ছে ছিল বড়ো হয়ে "কালী" হবে। কিন্তু সমাজ তাকে, "কালি" আর "কালী"-র তফাতটা বুঝিয়ে দিল।।
-
সব গল্পেতেই একটা না একটা ট্র্যাজিডি থাকে। সংসারের গল্পে সেই ট্র্যাজিডিটাকেই আমরা "বাবা" বলে ডাকি।
-