মহামায়ার আগমনে, শান্ত ধরা হবে।
মহালয়ার তিথিতে, এই কামনাই রবে।।-
- জানিস? আজ Your Quote Dada, Collab Challenge দিয়েছে, "গর্জে ওঠার সময়"।
- বাঃ! সত্যিই তো গর্জে ওঠার সময় এসেছে। চারিদিকে যা হচ্ছে!
- শোন, আমার জানা আছে, ঐ Social Media-তে সব লোক দেখানো প্রতিবাদ আর বাস্তব জীবনে…
- তবে, প্রতিবাদেরও তো প্রয়োজন আছে, নাকি?
- অবশ্যই, কিন্তু প্রতিবাদ তাদেরই করা মানায়, যারা প্রতিবাদ করার যোগ্যতা রাখে। ওরাতো সব প্রতিবাদের রাজনীতি করে। একে অপরের গায়ে কাদা ছেটায়।
- এইটা ঠিক বলেছিস। ন্যায়ের জন্য প্রতিবাদ করতে হবে, রাজনীতির জন্য নয়।-
তোমার সারা দিনের ক্লান্ত অবসন্ন হাত দুটো যখন,
আমার মাথায় গায়ে বুলিয়ে দাও;
আমি তোমার সব ক্লান্তি নিজের মধ্যে টেনে নিতে চাই।
তোমার ঘামে ভেজা স্নেহময় চোখ দুটো দিয়ে যখন,
আমার সর্বাঙ্গে শুভকামনার বার্তা দাও;
আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ঘাম মুছে দিই।
যখন চিন্তায় এক করতে পারি না দুচোখের পাতা,
তুমি নেশার মতো আমায় নিদ্রার চাদরে শুইয়ে দাও।
তোমায় খুব ভালোবাসি মা, কিন্তু মুখ ফুটে বলতে পারি না,
তবে তোমাকে কি তা বলার প্রয়োজন আছে? তুমি তা জানো।
-
ওদের দুজনের আবির্ভাব হয় একসঙ্গে,
কিন্তু কখনো কথা হয় না। বোশেখ মাসে,
বিকেলবেলা, যখন মেঘে মেঘে আকাশ-
ছেয়ে যায়, ওরা দু'জনে একসাথেই আসে।
একজন ঝমঝমিয়ে পড়ে, আরেকজন,
কড়-কড়-কড়াৎ। আষাঢ় মাসে ঝগড়া হয়,
মুখ দেখাদেখি বন্ধ। মেঘের ভেতর থেকে
মর্ত্যে নামে, আরেকজনের দেখা,
পাওয়া যায় না। আশ্বিন মাসের শেষে,
যখন তখন ঝর ওঠে, ওরা আবার আসে,
হাত ধরাধরি করে, একজন আকাশটাকে,
ভিজিয়ে দেয় আদর করে, আরেকজন
তার ওপর নক্সা কাটে,-
।।বিচ্ছেদ।।
- তোর মনে থাকবে তো আমাকে? কথা দে, ভুলবি না
কোনোদিন।
- তোকে কি ভোলা যায় রে? আমরা যে হরিহর আত্মা।
- আমাদের একসাথে কাটানো সেই সময় গুলো কি ভোলার রে?
- আমাদের ঝগড়া, ভাব, সে সব সারা জীবন মনে রাখব।
- হ্যাঁ, আমরা একে অপরের এঁটো পর্যন্ত খেয়েছি।
- তুইই তো আমার প্রাণের বন্ধু রে।
- আর হয় তো আমাদের রোজ রোজ দেখা হবে না আগের
মতো।
- হুঁ। কিন্তু যোগাযোগটা রাখিস।
- তোকে ছাড়া আর কাকে মনের কথা বলবো? তুইও যোগাযোগ
রাখিস।
-
Make your dreams true.
Make your dreams delightful.
Convert your dreams into success.
Convert your dreams into reality.
-