QUOTES ON #দাশুকথা

#দাশুকথা quotes

Trending | Latest
11 OCT 2017 AT 21:57

Depression tastes like quinine(when you are unable to create anything). Sometimes it tastes like রাবড়ি(when you can create from the depression)

-


16 MAR 2019 AT 22:53

তোমার চোখের মানচিত্রে
আমি বরং
ভবঘুরেই হবো।

-


15 FEB 2019 AT 0:32

খুঁজতে চেষ্টা কোরো না আমায় হঠাৎ করেই হারিয়ে গেলে,
হাতচিঠি লিখে বাতাসে ভাসিও হঠাৎ তোমার কান্না পেলে।
খামে লিখে দিও কীটসের নাম, আমিও যে তাঁর পন্থী,
এসকেপিসমে স্বাধীনতা খুঁজি বাঁধন মানিনা গ্রন্থির।

-


1 MAR 2019 AT 9:11

শহুরে সন্ধ্যেয়
মনখারাপী কুয়াশায়
বিরহই কবি

-


4 MAR 2019 AT 9:59

নীলচে নিয়ন আলো
শহরের অভিমানভেজা ধোঁয়াশাতেও জ্বলতে থাকে;
যদি প্রেম ফিরে আসে!

-


11 MAR 2019 AT 20:53

তোমার চোখের জলঘড়িতে
আদর মাপে প্রেমের মিটার,
তোমার সাথে সাঁঝবেলাতে
সি মেজরে বাজাই গিটার।

সূর্য্যকোশের সান্ধ্য ধুনে
প্রেমিক সাজি নিজের মতো,
তোমার চুলের গন্ধ শুঁকে
প্রেম ঢেলে দিই ইচ্ছে যত।

খুব চেনা সব ডাকনামেতে
ডাকতে গিয়ে সন্ধ্যে হলো;
এবার তবে বাড়ির পথে
হাঁটার পালা মিনিট ষোলো।

-


26 FEB 2019 AT 11:01

হঠাৎ করে কাটলে চিবুক,
চিড় খেয়ে যায় বুকের ক্ষত;
হাজরা মোড়ে স্মৃতির পাহাড়,
বাকিটা থাক ব্যক্তিগত।

-


19 FEB 2019 AT 0:26

তোর জন্য

তোর চোখের আদর মাখিয়ে রাখিস মাসকারাতে,
তোর চশমা চোখে বিজলি জ্বলে আঁধার রাতে;
তুই চকখড়ি দিয়ে কল্পনাতে আল্পনা দিস,
তোর জল্পনাতে যত্ন করে আমায় রাখিস।

আলতো করে রাখিস মুড়ে যত্ন করে রাত্রি জুড়ে,
পাগল আমি, পাগল হবো তোরই সাথে নতুন করে;
তোর মনের মাঝে ত্রস্ত পায়ে আনাগোনার হিসেব রাখিস,
তোর প্রেমের গানে মিষ্টি সুরে বাজতে থাকিস।

-


30 MAR 2019 AT 13:08

-


13 JAN 2019 AT 0:43

কাল আবার রাখবি হাতে হাত,
বুকে ভালোবাসার প্রতিঘাত;
ঠোঁটে ঠোঁট দিয়ে আটকে দেবো সময়।

কাল আবার ভালোবাসাবাসি,
সুখটাই বড্ড সর্বনাশী;
বুকে মাথা রেখে ভয়কে করিস জয়।

আজ শুধু এইটুকু প্রেম থাক,
কিউপিড তীর ছুঁড়েই শান্তি পাক;
বুক পেতে দিই প্রেমের তীরের কাছে।

তোর চোখ মাতাল করে রোজ,
মনখারাপে তোরই করি খোঁজ;
প্রেমের আগুন জ্বলছে উষ্ণ আঁচে।

-