#কিছু_গল্প_এমনও_হয়
- একটা কথা বলবো খারাপ ভাববেনাতে?
- না না খারাপ ভাববো কেনো কি বলবে বলো।
- আসলে তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি 'আই লাভ ইউ'।
- দেখো আমি অন্যকাউকে ভালোবাসি আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়!প্লিজ তুমি আমাকে ভুলে যাও!
- আমি কি তোমাকে জীজ্ঞাসা করেছি তুমি কাউকে ভালোবাসো কিনা,,,নাকি আমি তোমাকে বলেছি তুমি আমাকে ভালোবাসো? আমার তোমাকে ভালোলেগেছে আর তাই আমি তোমাকে ভালোবাসি।আমার মন আমি কাকে ভালোবাসবো না বাসবো তুমি ভুলে যেতে বলার কে শুনি,,,তুমি যাকে খুশি ভালোবাসতে পারো বিয়ে করতে পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো তুমি আমাকে ভুলে যেতে বোলোনা প্লিজ,,,আমার পক্ষে তোমাকে ভোলা সম্ভব নয়!!-
10 JAN 2022 AT 16:01