মাঝে-মাঝেই হয় দেখা,
তবু না দেখার ভান!
ভালোবাসা হেরে যায়–
জয়ী হয় অভিমান।-
অপেক্ষাতে কাটছে দিন, ফিরে গেছে যারা...
ভালো থাকুক এই পৃথিবীর সকল একতরফারা।-
শীতল পবন, ঘন বর্ষণ, গর্জিয়া ওঠে মেঘ অকস্মাৎ..
একহাঁটু জল, সিক্ত ভূমিতল, বৃষ্টিভেজা দিন ও প্রভাত।
সে মেঘই আজ, করিছে বিরাজ, রতনের অন্তঃহৃদয়ে-
পোস্টমাস্টারের প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষা, আর কি আসিবে নহে?
আসিবে শরৎ, শীতের পরশ, সেসময়ের প্রতি অবাধ হরষ-
লেখার টেবিল, 'কাবুলিওয়ালা', কথাপ্রিয় মিনির জ্বালা...
সঙ্গীত সুরে, মনের অন্তঃপুরে, 'আমারো পরানো যাহা চায়',
তিরোধানহীন ঈশ্বর, কলমের ধার, দেনাপাওনা থেকে সানাই
ফটিকের ছুটি, হয়তো ত্রুটি, মাতুলালয় হতে গৃহে প্রত্যাবর্তন;
শক্ত কলমে, সাহিত্য মননে– চিরকুটে লেখা '২২সে শ্রাবণ।'।-
নারীধর্ষণ, দেহাকর্ষণ, সমাজের অন্যতম মন্দ রূপ!
প্রেম-ব্যর্থতা, মিথ্যা সত্যতা, ইম্প্রুভ্মেন্টের নামে চুপ...
অশিক্ষা বিস্তার, পড়ার নিস্তার, শিক্ষার চোখে ধুলো,
কেমন যেন, থমকে গেলো, স্মৃতির সে-দিন গুলো।
দুধেতে জল, অপ্রত্যাশিত ফল, ক্ষুধার অন্নে ভেজাল!
দুঃখিনী মা, খাদ্য জোটে না, সুখাদ্যের প্রচণ্ড অকাল..
ফোনের নেশা, মৃত্যু তৃষা, দুর্জয় ব্লু লাইটের আক্রমণ-
অদ্ভুত যুগ, দুঃখে সুখ, ডিজিটালনেস-এর সংক্রমণ।
ঈর্ষা-দম্ভে, আগামী কর্মে, পরিপূর্ণতার ঘটে প্রাপ্তি–
উল্লাসে একতা, কিঞ্চিৎ সততা, সেটুকুরও ঘটে সমাপ্তি।
লালসা অতি, নিজেরই ক্ষতি, পরের ধনের চৌর্য-স্পৃহা,
অর্থের নেশা, ধনের এষা, সৎ - কার্যে নেহাৎ অনীহা..
মিথ্যা প্রণয়, নষ্ট সময়, বাস্তব প্রেমের অবাস্তব প্রমাণ!
স্বপ্ন খনন, ধ্বংস জীবন, এটা সমাজ... না শ্মশান?-
জীবনের কঠিন ধাঁধায়,
সৌন্দর্যের কালো সাদায়।
শত হৃদয় বিনা বাধায়,
মগ্ন প্রেমে কৃষ্ণ রাধায়।-
ঠোঁটের ভিতর ভাঙছে কথা, চোখের ভিতর আয়না,
বুকের ভিতর যা ভাঙে তার শব্দ শোনা যায় না।-
বৃষ্টির দিন, হৃদয় রঙিন, মেঘবালিকা স্বপ্ন বোনে;
শ্রাবণের লেশ, উল্লাস বেশ, প্রেমের কাহিনী শোনে।
বন্ধ জানলা, জলবিন্দু জমা, মনজুড়ানো হাওয়া–
জলোচ্ছ্বাসে? প্রেমোচ্ছ্বাসে। একটু সুখ পাওয়া...
শীতল প্রকৃতিতে উৎফুল্ল হয়ে মুচকি হাসে পবন*,
কাজের চাপের মুক্তি মেলে চায়ে চুমুক দেয় যখন।
মনটা আজি উড়ু উড়ু, আকাশ কারোর অপেক্ষায়..–
মেঘাচ্ছন্ন পরিবেশ মেতেছে কিঞ্চিৎ রৌদ্রের অনিচ্ছায়।
হাজার পাওয়া, হাজার চাওয়া,- সবকিছুকে ভুলে
দূর হয়ে যায় বেদনা যত সিক্ত পত্র ছুঁলে..
কিছু গল্প, কিছু গান, কিছু সুখ দুঃখের ঠাঁই,
দুঃখ সুদূর, শান্তির সুর, "জীবনে আর কী চাই?"-
ছেঁড়া পাতা, স্মৃতির খাতা,
ভাসলো জলে, শোক অতলে।
মর্ম-কথা, বড্ড ব্যথা,
ভাঙলে হৃদয় প্রেমের ছলে।-
বর্ষণময়, বৃষ্টি-সময়, বাদলের সুতীব্র গর্জন–
উষ্ণ চা, সুখে মেশা, শীতল জলবিন্দু পতন।
ভেজা মাটি, সিক্ত বসুধা, ব্যাঙের ডাকের ধুম;
সুপ্রিয় সঙ্গীত, অনবদ্য গীত, বর্ষার মরশুম!-
ঘূর্ণিঝড়ের গতিবেগের ঘটেছে পরিবর্তন;
জানি না আর পাবো কি না তোমার সন্ধান!
আফ্রিকার সাহারাতে কি আমার মত মানুষ বাঁচতে পারে,
যদি সেখানে না থাকে তোমার মতো মরুদ্যান?-