QUOTES ON #অমিয়

#অমিয় quotes

Trending | Latest

অনেক কথা বলার আছে বাকি
অনেক স্মৃতি দিচ্ছে মনে উঁকি;
অনেক কিছুই বলতে যে মন চায়
দুঃখ জমে নাভিশ্বাসের গায়।

বেশ কিছুদিন ছিলাম তোমার উঠোন জুড়ে,
দুঃখ সুখের ঢেউ খেলানো অনেক স্মৃতিকে ঘিরে
বেশ কিছুদিন মেতেছিলাম আমি ,
সবার সেরা আমার কলেজভূমি।

তোমাকে দিলাম আমি আমার হৃদয়
যা কিছু আমার আর যা আমার নয়
স্কুলে দেখা আমার স্বপ্ন যত
তোমার কাছে হলো তারা সত্য।

প্রথম যেদিন নিলাম তোমার স্মরণ
নবীনভাবে করলে তুমি আমাদেরকে বরণ।
থেকেছি চুপচাপ বড়দের পিছে
কিন্তু যত উৎপাত ছিল তাদেরই কাছে।

তারপরেতে যেদিন নিলাম মিন্টুবাবুর দীক্ষা
খুব যতনে শিখিয়ে দিলেন যন্ত্রকলার শিক্ষা।
পেয়েছি drawing এর শিক্ষা মিলনবাবু হতে
Engineering এর স্বাদ পেলাম সমনাথবাবুর কাছে।

ক্লাস ফাঁকির যে ভীষণ মজা
তারই সাক্ষী ছিল পিছনের দরজা;
তারপরেতে বিকেলবেলায় ক্লাসছুটির পরে
সবাই এসে ভিড় জমাতাম কলেজমাঠের তীরে।

-