QUOTES ON #অচেনামন

#অচেনামন quotes

Trending | Latest
3 JAN 2021 AT 9:30

মনে আর ভালোবাসা নেই ,
মস্তিষ্কের দরজার ভেতরে জমা করেছে সমস্ত ভালোবাসা ।

তোমার উষ্ণতা নিয়ে কোনদিন কি পাব না আশ্রয় ,
যদি জোনাকির আলোয় এনে দিতে পারি , তবুও পাবোনা !

কিছু ঘোলাটে অভিমান ঝরে পড়ে রং-তুলি নিয়ে ,
বাকি যা কিছু লুকানো থাকে ডুমুরের ফুলে ।

কথা আর হয়তো থাকবে না , তুমিও জাগবে না ,
ভালোবাসার হ্রদ টা আর হয়তো মুক্তি পাবে না ।

-


3 JAN 2021 AT 8:59

নিরন্তর উঁকি মারে পুরাতন প্রেম
মন ডুবসাঁতারে চলে যায় অতীতের গহ্বরে ,
ধুলোঝড়ে নিউরনকে জাগিয়ে তোলে
একাকিত্বের আকাশে বিচরণ করে , ভুলে যায় বর্তমানকে ।
আমার অজানা স্বভাবে কিছু না বলা কথা
ফিরে আসে সরলরেখা বরাবর , তবুও সমাপ্ত হয় না ।

-


26 DEC 2020 AT 8:59

তবুও অপেক্ষা আশার হাত ছাড়ে না ।
নয়নের নগ্নতায় ঝরে যায় বসন্তের ফুল ,
সমাপ্ত হবে না কখনো ।
মাটি হয়ে যাবে , বৃষ্টির সুরে বয়ে যাবে
কোন এক সমুদ্রের তলদেশে মুক্তো হয়ে
আবার ফিরবে কোন এক আঙ্গুলে ।

আবার যদি মাটি হয় , তখন না হয় পাহাড় হবে ।
তোমার জলের স্রোত , বুক চিরে চলে যাবে
তবুও শান্তি পাবে শীতল ছোঁয়ায় ।
তবুও সমাপ্ত হবে না কখনো ।

-


26 NOV 2020 AT 20:32

দুঃখের সংজ্ঞা ভাবনাটা ও দুঃখ।

-


8 NOV 2020 AT 20:11

আছে তো !
ঘিনঘিনে চিন্তায় -
ঠিক মশারির ভেতর মশার মতো !
বর্ধমানের ভাবতে হয় কোন অক্সিজেনের শ্বাস নিতে হবে ।

সবুজ লতা , বাতাসে কি সুন্দর দোল খায়
ফুলের স্তবকে !
আসলে ওটা তো লাউডগা সাপ
অতীতের বন্যায় ... ।

-


15 DEC 2020 AT 20:21

অনেক স্মৃতি ,
কত বলা না বলা গোপন মনের উচ্ছ্বাস
ছুটে আসে আমার দিকে , ওই দিগন্ত হতে ।
কিছু অনুভূতি ,
মনের ভেতরের ঘরে পাক খায় ,
বাইরে এনে আর বিড়ম্বনা চায়না মন ।

হেঁটে হেঁটে ক্লান্ত মন
তবুও দেখা মেলে কই !
নতুন সূর্য অস্ত যায়
আবার নতুন হয়ে দেখা দেয় ।
পূর্ণতার অন্য প্রকাশে সুদূরের গোপন ডাকে
নতুন বৃষ্টি মন ভরিয়ে যায় ।
মেঘের কোলে রোদ , আকাশের বুকে
অজানা উষ্ণতা ছড়িয়ে যায় ।

-


25 NOV 2020 AT 9:25

ভালোবাসার পূর্ণিমার চাঁদ , অমাবস্যায় চলে যায় ,
ঘৃণায় ভরা অমাবস্যা কাটিয়ে , ভালোবাসার বিন্যস্ত করা শিখে যায় ।

-


4 NOV 2020 AT 9:08

ছুটে চলে মন ।
শৃঙ্খলিত টুকরো কবিতায়
খুঁজি জীবনের স্পন্দন !
ভোরের আলো চাই ,
রাতের অন্ধকার ও চাই ,
ঘাসের ওপর শিশিরবিন্দু
তাও দেখতে চাই ।

বাকিটা জীবন
তোমার হাতে হাত রেখে কাটাতে চাই ।

-


1 JAN 2021 AT 10:57

লেখনীর বিন্দুগুলো শহরের রাজপথে
সাজানো থাকে কষ্টের অতীত স্মৃতি তে ।
ভালোবাসা ও কষ্টের মিশ্রণ এর অনুপাত
এতটাই গভীর , কি অনুপাতে মেশানো থাকে
কখনো তা সম্ভব নয় বোঝার ।
আকাশের তারা যেমন গোনা যায় না
তেমন মিশ্রণ এর অনুপাত ও অনুমান করা যাবে না ।
নতুন বছরের সমস্ত , আলো হয়ে থাকুক দিনগুলো ,
ভরে উঠুক নতুন মনের পাঁপড়ি নিয়ে , নতুন রূপে
মরুভূমি হোক বা হিমশীতল পথ
হাসতে হাসতে অতিক্রান্ত হোক কাল চক্রের সাথে ।

-


18 NOV 2020 AT 18:46

বিশ্বাস না থাকায় !
দুটো মন , দুটো সংসারে ।

-