The tulips did arrive,
adding vibrance in the air...
But let me be the dandelion,
to fly in the air,
with my own glare.-
দক্ষিণ খোলা জানলা মুখে, কোকিল এসে ডাকে;
একলা চিঠি গুছিয়ে বলে - " মনোটনি ", এক বাক্যে!
খামবন্দী কান্না রোজ তৃষ্ণা রোগে কাঁদে -
বৃষ্টিস্নাত মনকেমন, ঝড়ের ভীতি হানে।
স্তবক মাপছে "এপজট্রোফি" - চরিত্রেরা নিশ্চুপ!
ল্যাম্পশেডের হলুদ আলোয়, দোয়াত মাপছে এক যুগ।।
- শ্রেয়া মৌলী দত্ত
-
প্রতি ক্ষনে চায় স্মৃতিরা
ডানা মেলে উড়তে...
প্রত্যাসায় কাঁদে আমার
আজকের এই ক্ষন,
আকাশ ছোঁয়ার বাসনা যে
আজ লুকায় আমার মন...
উড়তে দাও স্মৃতিদের দুহাত মেলে
খুলে দাও আজ ডানার বাঁধন,
কান্না গুলোকে ভুলে হাসিকে
জয়ান্নিত করাই হল জীবন,
লুপ্ত বাসনাকে জাগিয়ে সবকিছু ভুলে
আজ প্রাণ দিয়ে কর আপন ।
-
উদ্দীপ্ত প্রলয় যেথা তিমির প্রাতে দিগন্ত জুড়ে,
মন আঙিনায় অভিমান হেথা, অলীক সুরের মতান্তরে।।
-
Now
let's just accept it -
My silence has always lived in
your quarantined novels.
-
আ-গোছালো স্মৃতিরা সব ভিজে আষাঢ়-শ্রাবণ।
আমাদের প্রনয়ের ভাষা ব্যাকরণ,চিৎকার অকারণ ।।
অব্যক্ত চোখ আড়ালে গোজে,সমাপ্তি হানি আত্মার,
মন কাঁদে অব্যক্ত কথায় আজ'ও তার।।-
নিদ্রাহীন রাতগুলো আজও, মোনোলগ লেখে নীরবে।
- শ্রেয়া মৌলী দত্ত
-