হৃদয় মেলায় ছন্দ।
অন্ধকার ঘরে একাকীত্বের গ্রাসে
হয় যেন দমবন্ধ।।-
চুপচাপ বসে স্মৃতির কথা
মনে করা উচিত নয়,
চোখের কোণে জল এলে
করতে হবে সুখের অভিনয়।।-
যাদের হারার কথা,তারা জেতে,
সার্থকরা হয় ব্যর্থ।
টাকার কাছে পরাজিত হয়
বর্তমান মনুষত্ব।।-
অপূর্ণতার চেয়ে পূর্ণতার গল্প যার বেশি,
তার কাছে ব্যর্থতারও অপর নাম 'ভালো আছি'।-
নিঃস্ব প্রদীপ হারায়ে সঙ্গী,
আপন বুকেতে জ্বালায় বহ্নি।
শিখা তার শিখা নহে, হৃদয়ের অঙ্গ…
এই আগুন–ইহাই দিতেছে শুধু সঙ্গ!
তেল তার তেল নহে, মিছে হাসি খিলখিল।
প্রদীপ ও মানুষের ভিতরে সত্যিই কি মিল!-
আমার ভাঙা হৃদয়খানা
ভাঙাই রহিল।।
শুধু মনের মাঝে আজ
দুঃখের স্রোত বহিল।।-
কোরো না মানুষকে বিশ্বাস,
একসময় সঙ্গী হয়ে উঠবে শুধুই জমানো দীর্ঘশ্বাস।
কেউ দেবে না গুরুত্ব, কেউ করবে না প্রত্যয়...
একথা আমি বলি না,বলে ভগ্ন হৃদয়।।-
কোনো দোষ না করেই দোষী হয়েছি বহুবার,
এতকিছুর সত্ত্বেও সবাই বলে,
আমার সাথে হয়নি কোনোই অবিচার।
মনের ভিতরে দুঃখের লেগে থাকে হাহাকার,
সবকিছুই গুলিয়ে ফেলছি,
তাও রয়েছি নির্বিকার।-