ব্যর্থতাই সফলতা ডেকে আনে
তুমি যখন ব্যর্থ তখন কাউকে তোমার
গল্প শুনিও না,
তোমার গল্পের কদর কেউ করবে না,
বরং, তোমায় নিয়ে সকলে উপহাসে মাতবে।
ব্যর্থতাকে কঠোর পরিশ্রম দ্বারা সফলতায় পরিণত করো,,
তোমার গল্প তখন পাঁচজনে পঞ্চাশ জনকে শোনাবে।
তুমি শুধু জীবনে সফল হওয়ার চেষ্টা করো, গল্পতো লোকেই বানাবে তোমায় নিয়ে।।-
7 AUG 2022 AT 12:45
4 JAN 2022 AT 11:25
হয়তো সত্যি চিরন্তন বলে কিছু নেই,
হয়তো সবই মাদকের মতো,
থেকে যায় শুধু নিকোটিনে,
বাকিটা পড়ে থাকে হয়ে ছাই অ্যাশট্রেতে।
আজ যেখানেই থাক, ভালো থাক,
কৃতজ্ঞ আমি সেই মুহূর্তগুলোর জন্য,
যেগুলো চলে গিয়েছে,
রেখে গিয়েছে শুধু কয়েকফোঁটা নোনা জল,
আর ব্যর্থতায় খুঁজে পাওয়া এই সফলতা।-