মাঝে মাঝে ভাবি...
কিছু মানুষের ফোনে হয়তো
আমার নামের পাশে "দরকার" বলে
SAVE করা আছে...
তাই শুধু প্রয়োজনে ফোন আসে...!!
আমিও ভাবছি এবার থেকে
তাদের নামের পাশে "স্বার্থপর" বলে
SAVE করে রাখবো...!!-
13 MAR 2018 AT 23:58
3 MAY 2022 AT 23:54
মানুষ বড় স্বার্থপ্রিয়
এমনকি সার্থকতা বিচারেও
বিচারকের স্বার্থই আগে আসে।
-
24 MAR 2022 AT 20:09
হারানোর ভয় দুরকমের হয় —
একটায় থাকে ভালোবাসা আর একটায় মিশে থাকে স্বার্থ।
-
27 NOV 2019 AT 0:41
অনেক এলো ভাইবোন ডাক
আর অনেক প্রতিশ্রুতি,
হাজার রকম সম্পর্কগুলো
আজ নিলো বিরতি।
ভালোই লাগছে নতুন রঙে
সবার সাজ দেখা,
জীবনে সত্যি অনেক কিছুই
বাকি আছে শেখা।
দরকার বলে মনে ছিলো
এখন কিসের কথা??
সম্পর্কগুলো ভাঙলে পরে
শুধু এই মনেই ব্যাথা।
কান্না গুলো জমানো থাক
প্রিয়জনের তরে,
জীবনটা আজ পূর্ণ হোক
স্বার্থরা যাক সরে।-