যদি পাখির মতো হতে পারতাম,
ঠিক সন্ধ্যে হলেই.....
ফিরতে পারতাম আমার বাসায়,
যে বাসায় আমার বাবা মা আছে।।-
Pursuing MBA
Wishes me on 13th may😎
Love my papa too m... read more
এ যুগে মিথ্যের আশ্রয় সকলের কাছে ভীষন প্রিয়
কারণ সত্যের ভার সবাই বয়তে পারে না।-
দিনশেষে খোঁজ নেয় সেই কয়েকজন,
বাকি সব তো শুধু নামেই আপনজন।।-
দুঃখ থাকুক মনের কোণে,
সমস্যা কি তাতে?
মনের জানালা বড় হোক
আলো পড়ুক পাতে।।-
তব মগজাস্ত্র-এর ভ্রূকুটি লইয়া
গিয়াছিলাম উদ্ভাবনে,
চকিত নয়নে কি জানি দেখিলাম
পীড়িত মনের কোণে।
তোমারে খুঁজেছি নিশাচর আঁখি
ব্যাথিত বেদনা গানে,
পরানভোমরা তুমিই হইয়ো
প্রেমেরও অন্বেষণ-এ।।
-
কালীর কাছে দিবারাত্রি
মাথা কুটে মরো,
বউটা যখন কালো হয়
কেন এমন করো?
চুলগুলো তো কালই ভালো
পাকা হলেই শেষ,
বউটা তোমার কালো বলে
দুঃখের নেই রেশ।।
কৃষ্ণ তোমার চরম কালো
আঁধার কালো রং,
বউমা শুধু কালো হলেই
তারে লাগে সং??
-
ভালোবাসা তো সেইদিন পুর্ণতা পায়,
যেদিন চুলে পাক ধরলেও তাকে দেখতে একই রকম সুন্দর লাগে, যেমনটা ঠিক যৌবনে লাগতো।
শরীরের নরম চিকন চামড়াটা কুঁচকে গেলে, আরেকজনের তাতে ভ্রু কুঁচকে যায় না।
চোখে ছানি, মোটা ফ্রেমের চশমা পড়লেও, একে অপরের দিকে তাকানোয় খামতি থাকে না।
শরীরে অক্ষমতা আসলেও একজন আরেকজনের লাঠি হয়ে দাঁড়ায়।
জড়িয়ে থাকে তারা চিরকাল, আজীবন, সারাজীবন।।-
সম্পর্কেও মাঝে মাঝে Lockdown হওয়া দরকার,
তাতে সম্পর্কের গভীর তীব্রতা বাড়ে।।— % &-
তোমার রাত জাগা স্বপ্নগুলো যখন আমাকে আঁকড়ে ধরে,
আমি নিজের প্রতিচ্ছবিটা অবচেতন ভাবে তোমাতে দেখতে পাই।।-