QUOTES ON #NIJER_JONNO_BACHA

#nijer_jonno_bacha quotes

Trending | Latest
27 FEB 2019 AT 8:18

কেন এলে আবার অকাল বর্ষণের মাঝে , পুরানো আর্দ্রতা নিয়ে ‍,
বাঁচতে শিখেছিলাম তৃষ্ণার্ত মরুপ্রান্তরের বিচ্ছিন্ন , গনগনে আঁচে। ভুলেছিলাম -
"তোমার কৌতুকী ওষ্ঠরেখা" ।

প্রেম-নেশা জাগে আবার পুরানো মদের মদিরতায় ,অস্পৃশ্য মগজ সংযোগবিহীন ;
ভুলছি সমাজের বাঁধন , লোকলজ্জাও চিন্তিত তোমার চোখের প্রতি পলকে ।

-


6 APR 2019 AT 8:11

#এক নিখোঁজের আত্মকথা ( ১ )

বাইরের ফেনিল অবশিষ্ট স্রোতে পা ভেজায় তারা ,
করে নেই আপন নিঃস্ব মধুরতা , আমার কদর্যতা ।
মাঝ দরিয়ার ঘূর্ণি তারা দেখেনি ,
চোরাবালির ফাঁস গলায় লাগিয়ে
নিশ্বাসের চেষ্টা , স্বেচ্ছা পরবাস -
কিছুরই স্বাদ পায়নি ।
কেমন এক শীতল মনোভাবে ক্রুশবিদ্ধ
ক্ষীণ আভাস পেয়েও নিরুত্তাপে অগ্রাহ্য ।
অধিকারের দলিল খুললে যখন
কলমের প্রতি আঁচড়ে অট্টহাসির ঝংকার শুনে
সেথায় চাপা কান্নার খোঁজ
কেউ নিয়েছিলে তখন ?

-


26 MAY 2020 AT 1:41

Didha korte chahe nah sohoje,
Beparowar ghor;
Mante badhdho, ta thik
Tobou laage mone dor.
Ekla akasher surjo ami, sohojogi shb tara:
Chandra kobe ashbe bole, hobo Keno dishe hara?
Amr kirone foote jogot, batash bohe ai dhoraay
Khudro jodio dekhte tara, sotti e ki samanno tara?
Khujte gele, badha aashe kaatena hridoyer faara-
Bepar ta thik bujhlm tobe, shb e j aabegi golpe bhora.

-


27 JAN 2018 AT 20:32

আমার বেস্ট ফ্রেন্ড জিগ্যেস করলো তখন,
মোটা! নিজের জন্য বাঁচবি কখন?
আমি পড়লাম চিন্তায়,
আমি কে, কি আমার পরিচয়?
সম্পর্কের বাঁধন রাখতে গিয়ে
নিজের অস্তিত্ব হারিয়েছি,
ত্যাগের পর ত্যাগ করতে গিয়ে
ভালোমানুষের পোশাক রাখতে গিয়ে
খোলা বাতাসে শ্বাস নিতে ও ভুলে গেছি...
আমার ও যে অস্তিত্ব আছে, ভালোলাগা আছে
কি করে সবাইকে বোঝায়...
মনের মধ্যে ইচ্ছা হয় খুব,
সব বাঁধন ছেড়ে,
হঠাৎ করে পাখি হয়ে উড়ে যায়।

-