তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়,
কারন মৃত্যু তো মানুষের শরীরের হয়,
আত্মার আর স্মৃতির নয়।।
-
6 JAN 2021 AT 9:58
4 JAN 2021 AT 8:40
তুমি কোনও একটা ভালো কাজ করার সময়
যদি কেউ বাঁধা দেয় তবে তুমি ভেবে নিও যে
তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ।।-
5 JAN 2021 AT 21:13
জীবনের অর্থ ভাগ্যের খেলা নয়,
তুমি যদি সফল হতে চাও তবে কঠোর পরিশ্রম করে যাও,
তুমি সফল হবেই।।-
15 JAN 2021 AT 10:17
অতীত অতীত ছিল, বর্তমানকে আঁকড়ে ধরো
অতীত অতীত ছিল, বর্তমানকে আঁকড়ে ধরো।
সুন্দর ভবিষ্যতের কথা ভেবে, বর্তমানকে গড়ে তোলো।।-
2 JAN 2021 AT 21:09
এটা জরুরী নয় যে সবকিছুই পূর্ণ হওয়া চাই,
কখনো কখনো অর্ধেক জিনিসকেও খুব সুন্দর দেখায়।।-
29 DEC 2020 AT 19:10
শত শত মানুষের ভিড়ে এ মন খুঁজছে তোমারে ।
ফিরিয়ে দিও না আমায়,
আমার এই মন একটু খানি শান্তি চায়।।
-
2 JAN 2021 AT 7:04
অবশেষে,
আমি খুঁজে পেলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাটা,
আর সেটা হচ্ছে তোমার হৃদয় ❤...
আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব 🙏🏻 ...
যেন আমি চিরকাল তোমার হৃদয়েই থাকতে পারি।।
-
2 JAN 2021 AT 20:17
যদি তুমি জীবনে সফল হতে চাও
তবে তোমাকে টাকা পকেটে রাখতে হবে
মস্তিষ্কে নয়।।-