সফলতা তোমার জন্যই,
তবে সফল হওয়ার মতো যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে,
তবেই তুমি সফল হবে।।-
Kushal Roy ✅
(কুশল)
376 Followers · 4 Following
Quote lover....
My Hastag #kushalroyquotes
My Hastag #kushalroyquotes
Joined 27 December 2020
21 JAN 2021 AT 9:25
15 JAN 2021 AT 10:17
অতীত অতীত ছিল, বর্তমানকে আঁকড়ে ধরো
অতীত অতীত ছিল, বর্তমানকে আঁকড়ে ধরো।
সুন্দর ভবিষ্যতের কথা ভেবে, বর্তমানকে গড়ে তোলো।।-
15 JAN 2021 AT 8:00
অনেক দূরে থেকেও আজ তুমি আমার অনেক কাছের,
জানি না কবে সেই দিন আসবে,
যেদিন তুমি আর আমি চোখে চোখ রেখে চলে যাবো অতল ভাবনার সাগরে।।-
6 JAN 2021 AT 9:58
তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়,
কারন মৃত্যু তো মানুষের শরীরের হয়,
আত্মার আর স্মৃতির নয়।।
-
5 JAN 2021 AT 21:13
জীবনের অর্থ ভাগ্যের খেলা নয়,
তুমি যদি সফল হতে চাও তবে কঠোর পরিশ্রম করে যাও,
তুমি সফল হবেই।।-
4 JAN 2021 AT 8:40
তুমি কোনও একটা ভালো কাজ করার সময়
যদি কেউ বাঁধা দেয় তবে তুমি ভেবে নিও যে
তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ।।-
2 JAN 2021 AT 21:09
এটা জরুরী নয় যে সবকিছুই পূর্ণ হওয়া চাই,
কখনো কখনো অর্ধেক জিনিসকেও খুব সুন্দর দেখায়।।-
2 JAN 2021 AT 20:17
যদি তুমি জীবনে সফল হতে চাও
তবে তোমাকে টাকা পকেটে রাখতে হবে
মস্তিষ্কে নয়।।-