কিছু স্বপ্ন, স্বপ্নতেই ভালো লাগে।
সব আয়না ভাঙলে সুন্দর লাগে না।।
-
বয়ে চলা দিনগুলো কিছুতেই থামেনা,
তুমিও তাই থেমোনা আর।
এগিয়ে যাও,
আজ আসি।
একদিন দেখা হবে নিশ্চয়ই,
এপারে ওপারে।
-
বিকেলের খেয়া এসে দেখিয়ে দিল,
আমার সারা সকাল বৃথা গেলো।
আমি সারাদিন
হয়ে শঙ্খচিল,
উড়ে বেরিয়েছি তোমার খোঁজে।
তুমি কখন আড়াল হতে,
ভেসে গেছো বহু দূরে।
কই তোমায় তো দেখতে পেলামনা।
কই তোমায় তো দেখতে পেলামনা।
-
পড়ন্ত সূর্যের রঙিন আলোছায়া,
তার মাঝে উড়ে যায় ওই যে বলাকা।
শান্ত নিবিড় নদীর কোলাহল,
ইলিশ প্রেমীর ছটফটে মন।
হঠাৎ করে মেঘলা দিনে,
কবি গুরু জেগে ওঠে।
বর্ষা আবরণ,
সারি সারি ভেসে যাওয়া কাগজের তরী।
কুমোরটুলির প্রতিমার ছায়া,
ভারের চা চুমুক দেওয়া।
রসগোল্লার ঝুড়ি মেলা ভার,
আস্তে করে সেই "ওগো শুনছো" ডাক।
মুছে যাওয়া ট্রাম লাইন,
সৃতির পাতায় দাগ কেটে যায়।
অচেনা মুখ যেখানে চেনা সুরে কথা কয়,
শুধু শহর নয়, আবেগ মোদের।
...কলকাতা...
-
আমার দুপাশে তোমার পৃথিবী,
তবুও তোমার আকাশ খুঁজি,
চোখের জল ভীষণ দামী,
বাস্তবটা ভালোই বুঝি।-
ছুটে চলেছি এ কোন দেশে,
কেউ বলে দাও আমায়,
রাত্রি কালো, কালো আমার দু চোখের ধার।
ছুটে চলেছি বহু দূরে,
খুঁজে চলেছি এখানে ওখানে,
পাতায় পাতায় নিস্তব্ধতা ঘিরে,
রাত্রি জাগী, ঘুম আসে না চোখে।
আমার প্রাঙ্গণে আজ তোমার দেখা নেই।
-
ফের পাল খানি তুলে ধরো
আসছে শেষ স্রোত,
হেরে যাওয়ার ভয়ে
শেষের লড়াই ছেড়ে দিও না।
-
অদ্ভুত!
এমনই কোনো নিঝুম রাতে, প্রায় বসে থাকি জানলার পাশে। চেয়ে থাকি অন্ধকারেই। চেয়ে থাকি শূন্যতায়, চেয়ে থাকি শান্তিতেই। কত অশান্ত আবেগ কে ঢেকে দিয়েছে এই অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে আবার মৃদু হাওয়া বয়, যেমন এখন বইছে। শীত শীত লাগে বেশ।এর চেয়েও বেশি অদ্ভুত হয়তো আমরা, আমাদের জীবন। কান পেতে নিরবেই শুনি। ভীষন চেনা এক অনুভূতি, ভীষন একার মধ্যেও ভিড়ের এক অনুভূতি। ভাবনারা ভিড় করে ঘিরে আসে। ভীষন নিরুপায় এক রাত। এক রাশ আলোর প্রকাশ শুধু ভেতরে ছটফট করে ফুরিয়ে আসছে। ঘুম নেই, খিদে নেই, চাহিদা আসছেনা মনে। শুধু না লেখা, না সাজানো ছন্দ গুলো নিয়েই জট পাকানো আমার এই মাথা হাওয়ার তালে মেতে রয়েছে। সুর আসছে, তবু গান আসছেনা, কথা আসছে, কবিতা হচ্ছেনা, দিধারা আসছে, উত্তর মিলছেনা। শত শত চেষ্টায়ও কোনো দিশা পাচ্ছিনা, গভীর ভীষন গভীর এই রাতেই চেয়ে রয়েছি, অকারনেই। অনন্ত এক অনুভূতি।
— % &STRANGE!
On such a quiet night, I often sit by the window. I keep gazing in the dark. I keep gazing in emptiness, in peace. What a restless silence this strange silence has covered! Sometimes a gentle breeze blows again, as it does now. It feels cold. May be we are more strange than this, our life's even more strange. Am listening in silence. A so familiar feeling, a feeling of being in crowds despite being alone. Thoughts are coming in crowds. Such a helpless night! A beam of light is rushing and eventually fading away inside. There's no sleep, no hunger, no desire in heart. Only my head is floating in the air with the unwritten, the unorganised tangling thoughts inside. Melody approaches, but there's no song, the words are there, but the poem is not, am having such dilemmas, but there's no answer. Despite a hundred attempts, am not getting any direction. I am looking forward to it tonight, without a reason at all. An eternal feeling!
— % &-
যারা রুদ্ধশ্বাস ফেলে হতাশায়,
এই বিরাট সমুদ্রের ঢেউ পেরিয়ে,
ওপারে যেতে পারেনি,
তারা কেনো তোকে পেলোনা রে?
আমি হয়তো কবেকার জমা সব যন্ত্রণা নিয়ে,
একদিন কোথায় হারিয়ে যেতাম,
তাদেরই মত, যদি তোকে না পেতাম।
এক ধ্রুবতারা কে আশ্রয় করেই,
আবার দিক চিনতে শেখা।
অঝোরে শত বৃষ্টির জমা জল এড়িয়ে,
কাগজের নৌকা গুলো ফের অনেক দিন পরে বার করলাম।
অপূর্ণ স্বপ্নগুলোর ইতি জানিয়ে,
নতুন স্রোতে এগিয়ে চললাম।
আমি লাইট-হাউস খুঁজে পেয়ে গেছি!-
চাঁদের আলোর সন্ধানে আজ,
ভুলে যাচ্ছ তারার দেশ কে।
মানুষ তুমি ফ্লাইওভার পার করে,
ভুলে যাচ্ছ গলির মোড় কে।-